নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটলের মতামত


Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটলের মতামত nagorikotto somporke Aristotler motamot


১। অ্যারিস্টটলের জন্ম কতসালে ? 

উত্তর : খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে । 

২। পেরিপ্যাটেটিকস কাকে বলে ? 

উত্তর : অ্যারিস্টটল তার ছাত্রদের পায়চারি করতে করতে বক্তৃতা দিতেন এবং এই পদ্ধতিতে শিক্ষাদান করতেন এই শৈলীটিকে পেরিপ্যাটেটিকস বলা হয় । 


৩। অ্যারিস্টটল কোন পদ্ধতিতে তাঁর মতামত আললাচনা করেছেন ? 

উত্তর : যুক্তিবিজ্ঞানসুলভ বা আরােহী পদ্ধতি গ্রহণ করেছেন । 

৪। অ্যারিস্টটলের মতে নাগরিকত্বের প্রধান শর্ত কি ? 

উত্তর : বিচার বিভাগের কাজে ও সরকারী পদে স্থায়ীভাবে অংশগ্রহণ করতে পারা । 

৫। রাষ্ট্রবিজ্ঞান কেন ‘উদ্দেশ্যমূলক বিজ্ঞান’ ? 

উত্তর : অতীত ও বর্তমানের একাধিক রাষ্ট্র ও পরস্পরের মধ্যে তুলনামূলক আলােচনা করে ভবিষ্যতের জন্য একটা আদর্শ রাষ্ট্র ও সরকারের রূপরেখা প্রকাশ করা যায় । উত্তরসূরীদের জীবন সুন্দর ও সমৃদ্ধ করার উদ্দেশ্যে এরূপ আদর্শ রাষ্ট্র গঠন করার কথা বলা হয় । এদিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে উদ্দেশ্যমূলক বিজ্ঞান বলা হয় ।


৬। ‘The Nature of Politics’ গ্রন্থের রচয়িতা কে ? 

উত্তর : জে.ডি.বি. মিলার হলেন ‘The Nature of Politics' গ্রন্থের লেখক । 

৭। মাকর্সবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে ? 

উত্তর : মার্কসীয় মতে রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয় যা শ্রেণি দ্বন্দ্ব , শ্রেণি বৈরিতার সম্পর্কে সার্বিক আলােচনা করে এবং এগুলি সম্পর্কিত পরিচালক গােষ্ঠীর ব্যবস্থা ও সিদ্ধান্তসমূহের ওপর আলােকপাত করে থাকে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন