আম্বেদকর

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আম্বেদকর ambedkar


প্রশ্ন : আম্বেদকরের লেখা যে কোনাে দুটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : ( ১ ) হু ওয়ার দি শূদ্রস ( ১৯৪৬ ), ( ২ ) অ্যানিহিলেশন অব কাস্ট ( ১৯৩৫ ) । 

প্রশ্ন : জাতব্যবস্থার উপর রচিত আম্বেদকরের দুটি গ্রন্থের নাম লেখাে । 

উত্তর : 'Who were the Shudras ', 'Annihilation of the Caste । 


প্রশ্ন : আম্বেদকর কত সালে ও কোথায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ? 

উত্তর : ১৯৫৬ সালে ১৪ অক্টোবর নাগপুরে বৌদ্ধধর্ম গ্রহণ করেন । 

প্রশ্ন : আম্বেদকরের মতে কোন উপাদানের ভিত্তিতে গণতন্ত্র দাড়িয়ে থাকে ? 

উত্তর : ( ১ ) ব্যক্তি স্বাধীনতা , ( ২ ) ব্যক্তির অ -হস্তান্তরযােগ্য কিছু অধিকার , ( ৩ ) সাম্য , ( ৪ ) সাম্য প্রতিষ্ঠার লক্ষে রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযােগ সুবিধার প্রাপ্তি । 


প্রশ্ন : কত সালে , কোথায় আম্বেদকর ‘মনুস্মৃতি’ গ্রন্থটিকে পুড়িয়ে দিয়েছিলেন ? 

উত্তর : ১৯২৭ সালে ডিসেম্বর মাসে দ্বিতীয় মাহার সম্মেলনে মনুস্মৃতিকে অগ্নিদগ্ধ করেন । 


প্রশ্ন : নারী অধিকার ও ক্ষমতায়নের জন্য আম্বেদকর কোন পদক্ষেপ গ্রহণের কথা বলেন ? 

উত্তর : ( ১ ) জাত বৈষম্য দূরীকরণের মধ্য দিয়ে লিঙ্গ বৈষম্য দূরীকরণ , ( ২ ) নারীর শিক্ষার অধিকার । ( ৩ ) উপযুক্ত পরিবেশে নারীর কাজের অধিকার , ( ৪ ) সামাজিক সুরক্ষার অধিকার প্রভৃতি 


প্রশ্ন : আম্বেদকর সংবিধান রচনায় ভূমিকা লেখ । 

উত্তর : ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদে সভাপতি ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ ড. বি . আর . আম্বেদকর । তাঁর চিন্তা ভাবনার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল তপশিলি জাতি ও উপজাতিদের উন্নতিকল্পে বিশেষ সাংবিধানিক ব্যাবস্থায় সাম্যের অধিকারের উপর গুরুত্ব দেন এবং সংবিধানের ১৪, ১৫ , ১৬ , ১৭ নং ধারা অন্তভুক্তিতে তাঁর অবদান উল্লেখযোগ্য । এছাড়াও ৩৯ ( খ ) ও ৪৫ নং ধারা দুটি অন্তভুক্তিতেও তাঁর অবদান আছে । 



প্রশ্ন : আম্বেদকর কর্তৃক প্রকাশিত দুটি পত্রিকার নাম কর । 

উত্তর : আম্বেদকর কর্তৃক প্রকাশিত দুটি পত্রিকা হল – ( ১ ) মূক নায়ক , ( ২ ) বহিস্কৃত ভারত । 


প্রশ্ন : ভারতীয় অর্থনীতির উপর ভিত্তি করে আম্বেদকর যে গ্রন্থগুলি রচনা করেন তার নাম লেখ । 

উত্তর : ( i ) The problem of the rupee , ( 2 ) Small holding in Indian Currency and banking .



প্রশ্ন : আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পিছনে দুটি যুক্তি উল্লেখ করাে । 

উত্তর : ১৯৫৬ সালে ১৪ অক্টোবর বৌদ্ধধর্মে আম্বেদকর দীক্ষিত হন । কারণগুলি হল - ( ১ ) বেদ ভিত্তিক হিন্দুধর্মের আচার সর্বস্বতা থেকে সর্বোতভাবে মুক্ত ছিল বৌদ্ধ ধর্ম । ( ২ ) এই ধর্মে বিশ্বভ্রাতৃত্বকে গুরুত্ব দেওয়া হয় । 


প্রশ্ন : গান্ধীজির কোন শব্দটির বিরােধিতা করেন আম্বেদকর ? 

উত্তর : গ্রান্ধীর ব্যবহৃত হরিজন শব্দটির বিরােধিতা করেন । 

প্রশ্ন : ভারতীয় বুদ্ধ জনসংঘ কে কত সালে তৈরি করেন ? 

উত্তর : বি : আর আম্বেদকর ভারতীয় বুদ্ধ জনসংঘ ১৯৫১ সালে তৈরি করেন । 

প্রশ্ন : ‘পেশার ভিত্তিকে মানুষের ভাগ করাকে আম্বেদকর কি বলেছিলেন ? 

উত্তর : পেশার ভিত্তিতে মানুষের ভাগ করাকে আম্বেদকর ‘A Kind of Political Jugglery’ বলেছিলেন । 


প্রশ্ন : ‘Bahiskrut Hitkarini Sabha’ কে গঠন করেন ? 

উত্তর : ‘Bahiskrut Hitkarini Sabha’ বি . আর আম্বেদকর গঠন করেন । 

প্রশ্ন : দেশের অভ্যন্তরীণ অন্যায়ের বিলুপ্তি কেন প্রয়ােজন বলে আম্বেদকর মনে করতেন ? 

উত্তর : অভ্যন্তরীণ স্বাধীনতা প্রতিষ্ঠা করতে দেশের অভ্যন্তরীণ অন্যায়ের বিলুপ্তিকরণ আবশ্যিক বলে তিনি মনে করতেন । 

প্রশ্ন : আম্বেদকরের পূর্ব নাম কী ছিল ও তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেন ? 

উত্তর : আম্বেদকরের পূর্ব নাম ছিল শকপাল । তিনি মহারাষ্ট্রের নিম্নশ্রেণিভুক্ত অর্থাৎ দলিত মাহার পরিবারে জন্মগ্রহণ করেন ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন