রাষ্ট্রতত্ত্ব

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর রাষ্ট্রতত্ত্ব rastrotottho


প্রশ্ন : রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কী কী মতবাদ প্রচলিত আছে ? 


উত্তর : রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতবাদগুলি হল ( ক ) আদর্শবাদ ( খ ) উদারনীতিবাদ ( গ ) মার্কসবাদ ( ঘ ) গান্ধীবাদ । 


প্রশ্ন : আদর্শবাদ বলতে কী বােঝ ? 

উত্তর : আদর্শবাদ বা রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করেছেন । আদর্শবাদ মনে করেন রাষ্ট্র হল সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান কারণ রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পায় । রাষ্ট্রের মধ্যের ব্যক্তির বিকাশ বা আত্মােপলব্ধি সম্ভব । 

প্রশ্ন : কয়েকজন আদর্শবাদী তত্ত্বের প্রবক্তার নাম লেখ । 

উত্তর : আদর্শবাদী প্রবক্তাগণ হলেন – কান্ট, ফিকটে , হেগেল , নীভসে , ট্রিটকে গ্রীন প্রমুখ ।  

প্রশ্ন : দুইজন ভাববাদী দার্শনিকের নাম লেখ । 

উত্তর : প্লেটো , অ্যারিস্টটল , হেগেল প্রমুখ। 

প্রশ্ন : আদর্শবাদের বিরুদ্ধে মূল সমালােচনাগুলি কী কী ? 

উত্তর : ক ) আদর্শবাদ ব্যক্তি স্বাধীনতার বিরােধী তাই এটি একটি রক্ষণশীল ও বিপদজনক মতবাদ । 

খ ) আদর্শবাদ রাষ্টকে সর্বশক্তিমান ও অভ্রান্ত বর্ণনা করে কার্যত এক সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থাকেই সমর্থন করেছে ।


প্রশ্ন : উদারনীতিবাদ বলতে কী বােঝ ? 

উত্তর : উদারনীতিবাদী মতবাদে ব্যক্তির স্বাধীন চিন্তা , মত প্রকাশের উপর গুরুত্ব আরােপ করে । এই মতবাদে রাষ্ট্রীয় কার্যাবলীকে সীমিত করতে চায় এবং ব্যক্তিগত সম্পত্তির বিকাশে আগ্রহী । উদারনীতিবাদের মূল বক্তব্য সীমিত রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা ও ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটানাে । 

প্রশ্ন : উদারনীতিবাদী তত্ত্বে কয়টি ভাবধারা দেখা যায় ও কী কী ? 

উত্তর : উদারনীতিবাদী দর্শন ২ টি ভাবধারার উপর প্রতিষ্ঠিত । ( ক ) সনাতন উদারনীতিবাদ ( খ ) নয়া উদারনীতিবাদ ।


প্রশ্ন : রাষ্ট্রসম্পর্কে মার্কবসাদীদের ধারণা কী ? 

উত্তর : মার্কসবাদীরা রাষ্ট্রকে একটি শ্রেণীস্বার্থ ও শ্রেণী শােষণ বলবৎকারী দমন - পীড়নমূলক যন্ত্র হিসাবে দেখেছেন । রাষ্ট্র হল বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য প্রতিষ্ঠাকারী । রাষ্ট্র কোন চিরন্তন বা শাশ্বত প্রতিষ্ঠান নয় । কারণ সমাজে যদি শ্রেণী দ্বন্দ্বের অবসান হয় তাহলে সাম্যবাদী সমাজে এই রাষ্ট্রের কোন প্রয়ােজনীয়তা নেই বলে মার্কসবাদীরা মনে করে । 


প্রশ্ন : মার্কসবাদীদের লেখা রাষ্ট্র সম্পর্কিত ধারণার উপর দুটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : ( ক ) কমিউনিস্ট ম্যানিফেস্টো ( ১৮৪৮ ) ( খ ) দাস ক্যাপিট্যাল ( ১৮৬৭ ) ( গ ) দ্য ওরিজিন অব ফ্যামিলি , প্রাইভেট প্রপারটি এ্যাণ্ডদ্যস্টেট ( ঘ ) দ্য স্টেট ( ঙ ) দ্য স্টেট এ্যাণ্ড রেভিলিউশান ।
 

প্রশ্ন : সর্বহারা শ্রেণীর একনায়কত্ব কী? 


উত্তর : সর্বহারা শ্রেণী বলতে মার্কসবাদীরা শ্রমিক শ্রেণীকে বুঝিয়েছেন । লেলিনের মতে রাষ্ট্রক্ষমতা দখলের পর সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে । এই রাষ্ট্র গঠিত হবে সমাজতান্ত্রিক আদর্শের উপর , এখানে কোন শ্রেণী বৈষম্য থাকবে না ।  


প্রশ্ন : সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ ? 

উত্তর : ১ ) সমাজতন্ত্র হল সাম্যবাদী সমাজে পৌছানাের এক অন্তর্বর্তীকালীন পর্যায় । 

২ ) সমাজতান্ত্রিক সমাজে শ্রেণী বিরােধের সম্পূর্ণ অবসান ঘটে না তাই রাষ্ট্রের উপস্থিতি দেখা যায়  কিন্তু সাম্যবাদী সমাজে রাষ্ট্রের বিলুপ্তির কথা বলা হয়েছে ।


প্রশ্ন : কয়েকজন মার্কসবাদী তাত্ত্বিকের নাম লেখ । 

উত্তর : কার্ল মার্কস , এঙ্গেল , লেনিন , স্তালিন প্রমুখ । 

প্রশ্ন : গান্ধীজী সর্বোদয় বলতে কী বুঝিয়েছেন ? 

উত্তর : সর্বোদয় হল গান্ধীজীর আদর্শ জীবন দর্শন, আক্ষরিক অর্থে সর্বোদয় বলতে বােঝায় সকলের কল্যাণ সাধন । অর্থাৎ সৎ উপায় , সত্য ও অহিংসার দর্শন । সর্বোদয়ের মূল লক্ষ্য হল আত্মশুদ্ধি ও আত্মত্যাগ ।


প্রশ্ন : মার্কসবাদীরা রাষ্ট্রকে ‘শ্রেণী শােষণের যন্ত্র’ বলেছেন কেন ? 

উত্তর : লেনিনের মতে , রাষ্ট্র হল শ্রেণী- শাসন প্রতিষ্ঠা করার এবং এক শ্রেণী কর্তৃক অপর শ্ৰেণীকে নিপীড়ন করার যন্ত্র । মার্কসবাদীদের মতে রাষ্ট্র বুর্জোয়া শ্রেণী কাঠামাের স্বার্থে কাজ করে এবং বুর্জোয়া শ্রেণীর দ্বারা রচিত আইন , প্রশাসন , পুলিশী ব্যবস্থার মাধ্যমে সমাজে শ্রেণী শােষণ বজায় রাখে । 


প্রশ্ন : মার্কসবাদের বিরুদ্ধে ২ টি সমালােচনা লেখ । 

উত্তর : ১ ) মার্কসবাদ সমাজের সমস্ত দিক অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেছে ফলে রাষ্ট্রের জনকল্যাণকর দিকটি তুলে ধরতে ব্যর্থ হয়েছে । 

২ ) রাষ্ট্রের অবলুপ্তির ধারণাটি বিমূর্ত ধারণা কারণ সােভিয়েত রাশিয়ার দেশগুলিতেও এই ধারণা কার্যকর হয়নি ।


প্রশ্ন : গান্ধীজীর লেখা একটি গ্রন্থের নাম লেখ এবং একটি পত্রিকার নাম লেখ । 

উত্তর : গান্ধীজীর লেখা বই হল – Satyagraha in South Africa 
গান্ধীজীর লেখা পত্রিকা হল – হরিজন পত্রিকা । 

প্রশ্ন : গান্ধীজীর উপর কোন কোন পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদদের প্রভাব পড়েছিল ? 

উত্তর : গান্ধীজী পাশ্চাত্য দার্শনিক টলস্টয় , রাস্কিন , থরাে প্রমুখ দার্শনিকদের চিন্তায় প্রভাবিত হয় ।


প্রশ্ন : আদর্শবাদের দুটি মূল বৈশিষ্ট্য লেখ বা রাষ্ট্র সম্পর্কে এঁরা কী বলেছেন ? 

উত্তর  ১ ) আদর্শবাদে রাষ্ট্রকে নৈতিকতা ও যুক্তিময়তার প্রতীক বলা হয়েছে । 
২ ) আদর্শবাদে রাষ্ট্রকে ব্যক্তির উর্দ্ধে স্থান দেওয়া হয়েছে । 


প্রশ্ন : উদারনীতি মতবাদের দুটি মূল বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ১ ) উদারনীতিবাদ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী । 
২ ) উদারনীতিবাদ রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করার পক্ষপাতী । 

প্রশ্ন : মার্কসবাদের দুটি মূল বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ১) মার্কসবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শােষণের যন্ত্র বলেছেন 

২ ) মার্কসবাদীরা রাষ্ট্রের বিলুপ্তির কথা বলেছেন । 

প্রশ্ন : গান্ধীজীর চিন্তায় রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ১ ) তিনি রাষ্ট্রকে হিংসার প্রতীক বলে গণ্য করেছেন ।  

২ ) তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের পক্ষপাতী ছিলেন ।


প্রশ্ন : রাষ্ট্র সম্পর্কিত জৈব মতবাদে কী বলা হয়েছে ? 

উত্তর : জৈব মতবাদে রাষ্ট্রকে একটি জীবদেহ ভাবা হয় । জীবদেহে যেমন প্রত্যেকটি কোষ একে অপরের সঙ্গে সম্পর্কিত তেমনি রাষ্ট্র ও রাষ্ট্রের মধ্যে জড়িত প্রতিটি সংস্থা কোষ স্বরূপ । জীবদেহের মতন রাষ্ট্রে জন্ম, বিবর্তন ও বিনাশ ঘটে ।


প্রশ্ন : গান্ধীজী ও মার্কসের দর্শনের মধ্যে মিল কোথায় আছে ? 

উত্তর : ১ ) গান্ধীজী এবং মার্কস উভয়ে রাষ্ট্রের প্রতি নেতিবাচক মনােভাব গড়ে তুলেছেন এবং উভয় দার্শনিকগণ রাষ্ট্রকে হিংসাপ্রয়ােগকারী প্রতিষ্ঠান বলেছেন । 

২ ) গান্ধীজী একটি আদর্শ রামরাজ্যের কথা বলেছেন । অন্যদিকে মার্কস সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলেছেন । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন