সার্বভৌমিকতার ধারণা

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সার্বভৌমিকতার ধারণা sarbovoumikotar dharona


প্রশ্ন : সার্বভৌমিকতা বলতে কী বােঝায় ? 

উত্তর : সার্বভৌমিকতা হল রাষ্ট্রের চরম ও অবাধ ক্ষমতা । এই ক্ষমতায় বলীয়ান হয়ে রাষ্ট্র দেশের সকল প্রতিষ্ঠান ও জনগণের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং নীতি নির্ধারণ করতে পারে । 

প্রশ্ন : সার্বভৌমত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ?  

উত্তর : সার্বভৌমত্বের প্রধান বৈশিষ্ট্য হল – ( ক ) মৌলিকতা বা চরমতা ( খ ) সার্বজনীনতা ( গ )  স্থায়িত্ব ( ঘ ) অহস্তান্তরযােগ্য এবং ( ঙ ) অবিভাজ্যতা । 

প্রশ্ন : সার্বভৌমিকতা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে ? 

উত্তর : ল্যাটিন শব্দ ‘Superanus' থেকেই সার্বভৌমিকতা শব্দটি এসেছে । 

প্রশ্ন : সার্বভৌমিকতা কথাটির বুৎপত্তিগত অর্থ কী? 

উত্তর : সার্বভৌমিকতা কথাটির বুৎপত্তিগত অর্থ হল – রাষ্ট্রের ক্ষমতা অবাধ ও চূড়ান্ত । 



প্রশ্ন : সার্বভৌম রাষ্ট্র বলতে কী বােঝাে ? 

উত্তর : সার্বভৌম রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বােঝায় যে তার ভূখণ্ডের অন্তর্গত সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের ওপর চরম , চূড়ান্ত ও অবাধ ক্ষমতা ভােগ করে ।



প্রশ্ন : সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসাবে সার্বজনীনতার অর্থ কী ? 

উত্তর : রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সীমানার মধ্যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত হয় । কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে থাকতে পারে না । রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসেবে সার্বজননীতা এই অর্থকেই বােঝায় । 

প্রশ্ন : সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসাবে ‘চরমত্ব’ কথাটির অর্থ কী ? 

উত্তর : সার্বভৌমিকতা হল রাষ্ট্রের চরম ক্ষমতা ।রাষ্ট্রেরমধ্যোত্ৰ বাইরের রাষ্ট্র থেকে উচ্চতর কোনাে ক্ষমতা রাষ্ট্রের উপর থাকতে পারে না । রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসেবে ‘চরমত্ব’ কথাটি এই অর্থে ব্যবহৃত হয়েছে । 


প্রশ্ন : সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসাবে ‘স্থায়িত্ব’ কথাটির অর্থ কী ? 

উত্তর : সার্বভৌমিকতা হল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । তাই রাষ্ট্রের যতদিন অস্তিত্ব থাকে ততদিন তার সার্বভৌমিকতাও অক্ষুন্ন থাকে । রাষ্ট্রের সরকারের পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রের ধারাবাহিকতা ক্ষুন্ন হয় না । সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসেবে ‘স্থায়িত্ব’ কথাটি এই অর্থে বােঝানাে হয় । 


প্রশ্ন : সার্বভৌমিকার একত্ববাদী তত্ত্ব বলতে কী বোঝ ? 

উত্তর : সার্বভৌমিকতার একত্ববাদ তত্ত্ব অনুসারে সার্বভৌম ক্ষমতা একক ভাবে একটি কেন্দ্রের মধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রটি হল রাষ্ট্র । 


প্রশ্ন : দুজন একত্ববাদী তাত্ত্বিকের নাম লেখ ।  

উত্তর : দুজন একত্ববাদী তাত্ত্বিক হলেন – অস্টিন এবং বোঁদা । 

প্রশ্ন : সার্বভৌমিকতার বহুদ্ববাদী তত্ত্ব বলতে কী বােঝ ? 

উত্তর : সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব রাষ্ট্রীয় একত্ববাদকে আক্রমণ করে রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমাবদ্ধ করার কথা বলে এবং রাষ্ট্র ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে ক্ষমতা বন্টন করে তাদের গুরুত্ব প্রতিষ্ঠিত করে । 


প্রশ্ন : দুজন বহুত্ববাদী রাষ্ট্র দার্শনিকের নাম লেখ । 

উত্তর : দুজন বহুত্ববাদী রাষ্ট্র দার্শনিকের নাম হল হ্যারল্ড ল্যাস্কি এবং আর্নেস্ট বার্কার । 


প্রশ্ন : জনগণের সার্বভৌমিকতা বলতে কী বােঝ ? 

উত্তর : জনগণের সার্বভৌমিকতা বলতে শাসন ব্যবস্থার উপর জনগণের নিয়ন্ত্রণকে বােঝায় । 

প্রশ্ন : জনগণের সার্বভৌমিকতার মুখ্য প্রবক্তা কে ? 

উত্তর : জনগণের সার্বভৌমিকতার মুখ্য প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক রুশাে । 


প্রশ্ন : ‘Lectures on Jurisprudence’ গ্রন্থটি কে লিখেছিলেন ? 

উত্তর : উল্লিখিত গ্রন্থটি জন অস্টিনের দ্বারা রচিত ।







একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন