উদারনীতি এবং নয়া উদারনীতিবাদ

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর উদারনীতি এবং নয়া উদারনীতিবাদ udarniti abong noya udarnitibad


প্রশ্ন : উদারনীতিবাদ বলতে কী বোঝ ? 

উত্তর : রাষ্ট্র সম্পর্কে একটি সংস্কারধর্মী খােলামেলা মতবাদ হল উদারনীতিবাদ । এই মতবাদে রাষ্ট্র , সমাজে ব্যক্তি স্বাধীনতারর পরিধিকে বিস্তৃত করেছে । রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে চরম বিরােধিতা উদারনীতিবাদের । উদারনীতিবাদের মূল কথা হল সীমিত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটানাে । 


প্রশ্ন : উদারনীতিবাদ তত্ত্বের মূল উপজীব্য বিষয় কী ? 

উত্তর : উদারনীতিবাদের মূল উপজীব্য বিষয় হল রাষ্ট্রে ও সমাজে ব্যক্তি স্বাধীনতার বিস্তৃতি ঘটানাে , সামাজিক , রাজনৈতিক , অর্থনৈতিক , ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের স্বাধীনতার বিকাশ ঘটানাে । 

প্রশ্ন : কোন্ সময়টা উদারনীতিবাদী তত্ত্বের বিকাশ ঘটে ? 

উত্তর : মূলত অষ্টাদশ ও ঊনবিংশ শতকের রাষ্ট্র দর্শনে উদারনীতিবাদী তত্ত্বের বিকাশ ঘটলেও ষােড়শ ও সপ্তদশ শতক থেকে এই তত্ত্ব দর্শনের চিন্তায় স্থান লাভ করে । 


প্রশ্ন : লক কীভাবে উদারনৈতিক মতবাদ পােষণ করেন ? 

উত্তর : জনসম্মতি হল রাষ্ট্রের ভিত্তি এবং জনকল্যাণের স্বার্থেই রাষ্ট্রের অস্তিত্বের প্রয়ােজন । লকের মতে ,কর্তৃত্ব নয়, আইনই হল রাষ্ট্রের ভিত্তি ।তাঁর মতে , জীবন ,সম্পত্তি ও স্বাধীনতার অধিকারের ওপর রাষ্ট্র কোনােভাবেই হস্তক্ষেপ করতে পারবে না । 


প্রশ্ন : কয়েকজন সনাতনী উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তার নাম লেখাে ।

উত্তর : জন লক , বেন্থাম , হার্বাট স্পেনসার , জন স্টুয়ার্ট মিল । 


প্রশ্ন : বেন্থাম কে ছিলেন ও তাঁর রচিত গ্রন্থের নাম কী ? 

উত্তর : বেন্থাম ছিলেন হিতবাদী বা উপযােগীবাদী তত্ত্বের প্রবক্তা। তাঁর রচিত গ্রন্থটি হল – ‘An Introduction to the principles of moral and Legislation’ 


প্রশ্ন : বেন্থামের হিতবাদী বা উপযােগীতাবাদী দর্শনে উদারনৈতিক তত্ত্বের কীরূপ ইঙ্গিত পাওয়া যায় ? 

উত্তর : ১ ) রাষ্ট্রের প্রকৃত লক্ষ্য সর্বাধিক মানুষের কল্যাণ করা । 

২ ) ব্যক্তির সর্বোচ্চ পরিমাণ সুখলাভে ব্যক্তিকে সাহায্য করা । 

৩ ) রাষ্ট্র কোনাে ভুল বা অন্যায় করলে জনগণ রাষ্ট্রের বিরােধিতা করবে ।



প্রশ্ন : নয়া উদারনীতিবাদ বলতে কী বােঝাে ? 

উত্তর : উদারনীতিবাদীরা যদি প্রবল ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের কথা বলে থাকেন , তবে নয়া উদারনীতিবাদীদের মতে ,ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি প্রয়ােজন হল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তাই নয়া উদারনীতিবাদীরা নূন্যতম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রীয় কর্তৃত্ব ও জনকল্যাণকর রাষ্ট্রের কথা বলেছেন । 


প্রশ্ন : কয়েকজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রতাত্ত্বিকের নাম লেখাে । 

উত্তর : জন রলস , রবার্টনজিক , হায়েক ,কেইনস্ প্রমুখ হলেন নয়াউদারনীতিবাদী রাষ্ট্রচিন্তাবিদ । 


প্রশ্ন : দুইজন বহুত্ববাদী দার্শনিকের নাম লেখাে । 

উত্তর : ল্যাস্কি, ম্যাকাইভার । 


প্রশ্ন : জনকল্যাণকর রাষ্ট্রব লতে কী বােঝাে ? 


উত্তর : নব্য উদারনীতিবাদী দার্শনিকরা ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্রবাদ সম্পূর্ণ বজায় রেখে পরিবর্তিত আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্বীকার করে নিয়েছিলেন । অর্থাৎ জনকল্যাণ রাষ্ট্র হল মিশ্র অর্থনীতির ধারণা যেখানে ব্যক্তিগত পুঁজির সঙ্গে রাষ্ট্রীয় পুঁজির সংমিশ্রণ ঘটিয়ে জনগণের খাদ্য, বাসস্থান , শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসংস্থানের দায়িত্ব নেবে রাষ্ট্রীয় পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে । 


প্রশ্ন : রলসের সামাজিক ন্যায় ব্যবস্থার কটি ভিত্তি ছিল ও কী কী ? 

উত্তর : রলসের সামাজিক ন্যায়ের দুটি ভিত্তি ছিল _ ( ১ ) সমাজের অন্তর্গত সকল মানুষের জন্য ব্যাপক স্বাধীনতা প্রতিষ্ঠা করা । 

( ২ ) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা । 



প্রশ্ন : সনাতন উদারনীতিবাদের ২টি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ , অবাধ বাণিজ্যের স্বাধীনতা । 


প্রশ্ন : নয়া উদারনীতিবাদের ২ টি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ( ১ ) রাষ্ট্রপরিকল্পিত মিশ্র অর্থনীতি ( ২ ) রাষ্ট্রে ন্যূনতম কর্তৃত্বের স্বীকৃতি । 


প্রশ্ন : নয়া উদারনীতিবাদের প্রধান দুটি স্তম্ভ কী কী ? । 

উত্তর : নয়া উদারনীতিবাদের প্রধান দুটি স্তম্ভ হল ( ১ ) ব্যক্তি ( ২ ) বাজার ।



প্রশ্ন : উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : ( ১ ) ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারের উপর গুরুত্ব প্রদান করা । 

( ২ ) সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের স্বীকৃতি প্রদান ।


প্রশ্ন : কী বিপ্লবের মাধ্যমে উদারনীতিবাদ সুসংবদ্ধ আকার ধারণ করেছিল এবং কত সালে এই বিপ্লব হয়েছিল ? 

উত্তর : ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লবের মাধ্যমে উদারনীতিবাদ সুসংবদ্ধ আকারণ ধারণ করে । এই বিপ্লব হয়েছিল ১৬৮৮ সালে । 


প্রশ্ন : হবসের লেখায় কীভাবে উদারনীতিবাদের প্রকাশ ঘটেছে ? 

উত্তর : টমাস হবসের লেখায় প্রথম ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রকাশ ঘটে । কিন্তু শেষ পর্যন্ত চরম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের কর্তৃত্বকে মেনে নেওয়াতে তার তত্ত্বে উদারনীতিবাদ সুসংবদ্ধ হতে পারে নি । 


প্রশ্ন : রাষ্ট্রবিজ্ঞানে কাকে উদারনীতিবাদের জনক বলা হয় ? তার সঙ্গে কোন্ বিপ্লবের নাম জড়িত ? 

উত্তর : জন লককে উদারনীতিবাদের জনক বলা হয় । তার সঙ্গে ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের নাম জড়িত । 


প্রশ্ন : বৈধতার সংকট কী ? 

উত্তর : রাষ্ট্রের জনকল্যাণকর কার্য অতিমাত্রায় সম্প্রসারিত হবার ফলে রাষ্ট্রব্যবস্থা অতি ভারাক্রান্ত হয়ে পড়ে । এই অবস্থায় রাষ্ট্র প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় ফলে রাষ্ট্র জনসমর্থন হারায় ।এর ফলে বৈধতার সংকট সৃষ্টি হয় । 


প্রশ্ন : উদারনীতিবাদের মৌল নীতিগুলি লেখ । 

উত্তর : ( ১ ) সামাজিক ও রাজনৈতিক অধিকারের স্বীকৃতি ( ২ ) ব্যক্তিগত সম্পদের ওপর গুরুত্ব আরােপ করা ( ৩ ) শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন ( ৪ ) জনকল্যাণকর আদর্শ গ্রহণ । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন