মধ্যযুগীয় মুসলিম রাজনৈতিক চিন্তা

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মধ্যযুগীয় মুসলিম রাজনৈতিক চিন্তা moddhojugiyo muslim rajnoitik chinta

প্রশ্ন : মধ্যযুগের পর্বকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী ? 

উত্তর : মধ্যযুগের পর্বকে দুটি ভাগে ভাগ করা যায় — ( ১ ) আদি মধ্যযুগ ( ২ )  মধ্যযুগ । 

প্রশ্ন : আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে ও গ্রন্থটি কয়টি খণ্ডে রচিত ? 

উত্তর : আকরবনামা গ্রন্থটির রচয়িতা সেখ আবুল ফজল । এই বইটি তিনটি খণ্ডে রচিত । 


প্রশ্ন : আইন -ই -আকবরী কার লেখা । 

উত্তর : আইন -ই -আকবরী মুঘল ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক আবুল ফজল - এর লেখা । 


প্রশ্ন : তারিখ - ই ফিরােজশাহী গ্রন্থটির রচয়িতা কে ? 

উত্তর : তারিখ -ই ফিরােজশাহী গ্রন্থটি জিয়াউদ্দিন বারণী রচনা করেন । 


প্রশ্ন : মধুযুগে দুজন ঐতিহাসিক - এর নাম লেখ যারা মনে করেন মধ্যকালীন ভারত ধর্মীয় রাষ্ট্র । 

উত্তর : মধ্যযুগের দুজন ঐতিহাসিক হলেন— ( ১ ) ড . ঈশ্বরীপ্রসাদ ( ২ ) ড . হুসেন । 


প্রশ্ন : দুজন ঐতিহাসিকের নাম লেখ যাঁরা মনে করেন মুসলিম রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ? 

উত্তর : ( ১ ) ড .কুরেশী , ( ২ ) ড . নুরুল হাসান । 


প্রশ্ন : মধ্যযুগে ভারতে দুজন মুসলিম রাষ্ট্র দার্শনিকের নাম লেখ । 

উত্তর : মধ্যযুগে ভারতে দুজন মুসলিম রাষ্ট্র দার্শনিকের নাম হল - ( ১ ) সেখ আবুল ফজল , ( ২ ) জিয়াউদ্দিন বারণী । 


প্রশ্ন : ভারতে মধ্যযুগে আবির্ভূত দুজন হিন্দু দার্শনিকের নাম লেখ । 

উত্তর : ভারতে মধ্যযুগে আবির্ভূত দুজন হিন্দু দার্শনিকের নাম — বাচস্পতি ও শ্রীহর্ষ । 


প্রশ্ন : মধ্যযুগে গড়ে ওঠা ভক্তি আন্দোলনের দুজন প্রবক্তার নাম লেখ । 

উত্তর : ভক্তি আন্দোলনের দুজন প্রবক্তা হলেন — রামানন্দ , কবীর । 



প্রশ্ন : সুফিবাদ কী ? 

উত্তর : সুফিবাদ হল রক্ষণশীল মুসলমানদের থেকে পৃথক অ ... সন্ধানী কতিপয় মুসলমান ভক্তিবাদী গােষ্ঠীর এমন চিন্তাধারা, যে চিন্তাধারায় ধর্মীয় উদারবাদ , মানবতাবাদ , আত্মশুদ্ধি , প্রেম , ঐক্য , যুক্তিবাদ — উক্ত সকলভাবনার সমন্বয় সাধিত হয়েছ ।


প্রশ্ন : ইসলামিক শরিয়তী আইন অনুসারে শাসকের দুটি কর্তব্য উল্লেখ করাে । 

উত্তর : শাসকের কর্তব্যদুটি হল — ( ১ ) দেশের প্রতিরক্ষার ব্যবস্থা করবেন । ( ২ ) সেনাবাহিনী গঠন করবেন ।



প্রশ্ন : মুসলিম আইন ও শরিয়তের উৎস কী ? 

উত্তর : কোরান ও হাদিশের সাথে সঙ্গতি রেখে মুসলমান জুবি ও বিশেষজ্ঞদের দেওয়া রাষ্ট্র সম্পর্কিত ব্যাখ্যা । 


প্রশ্ন : মুসলমান শাসনে নিয়ম ও অনুশাসনের রক্ষকদের কী বলা হয় । 

উত্তর : মুসলমান শাসনে নিয়ম ও অনুশাসনের রক্ষকদের কী বলা মুফতি । 


প্রশ্ন : মুলসমান শাসনে ধর্মীয়বিচারকদের কী বলা হতাে ? 

উত্তর : মুলসমান শাসনে ধর্মীয় বিচারকদের কী বলা হতাে কাজী । 


প্রশ্ন : ভারতে মুসলমান শাসনে ধর্মীয় সংহতির বিরুদ্ধে মতাদর্শগত বিরােধিতা কাদের তরফে এসেছিল ? 

উত্তর : সিয়াদের বিরুদ্ধে সুন্নি সম্প্রদায়ের মধ্যে সুফিদের তরফ থেকে । 



প্রশ্ন : জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থগুলি কী কী ? 

উত্তর : তারিখ - ইফিরুজশাহী , হসরনামা এবং খানা -ইমােহা প্রভৃতি । 



প্রশ্ন : মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তা মূলত কোন রাষ্ট্রচিন্তা বােঝায় ? 

উত্তর : মূলত মুসলিম ধর্মীয় ভাবনার দ্বারা প্রভাবিত রাষ্ট্রব্যবস্থা ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন