রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী



প্রশ্ন : রাজনৈতিক দল কাকে বলে ? 

উত্তর : রাজনৈতিক দল হল কতকগুলি নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে গঠিত সম্মিলিত জনসমষ্টি । 

প্রশ্ন : রাজনৈতিক দলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর । 

উত্তর : রাজনৈতিক দলের উল্লেখযােগ্য দুটি বৈশিষ্ট্য হল – ( ক ) প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট নীতি ও কর্মসূচি থাকে । ( খ ) প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতা দখল করা । 


প্রশ্ন : রাজনৈতিক দলের দুটি কাজ উল্লেখ কর ?

উত্তর : রাজনৈতিক দলের প্রধান দুটি কাজ হল – ( ক ) জনমত গঠন করা ( খ ) নীতি নির্ধারণ করা ।


প্রশ্ন : মার্কসবাদ অনুসারে রাজনৈতিক দল কী ? 

উত্তর : মার্কসবাদ অনুসারে রাজনৈতিক দল হল বিভিন্ন শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সংগঠিত শক্তি ।

প্রশ্ন : রাজনৈতিক দলকে ‘আদর্শের দালাল’ কে বলেছেন ? 

উত্তর : রাজনৈতিক দলকে ‘আদর্শের দালাল ’ বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী লাওয়েল । 


প্রশ্ন : রাজনৈতিক দলের দুটি গুণাবলী উল্লেখ কর । 

উত্তর : রাজনৈতিক দলের দুটি গুণাবলী হল – ( ক ) সমস্যা সমাধানের পথনির্দেশিকা দান এবং ( খ ) রাজনৈতিক চেতনার সম্প্রসারণ । 


প্রশ্ন : রাজনৈতিক দলের দুটি অসুবিধা উল্লেখ কর । 

উত্তর : রাজনৈতিক দলের দুটি অসুবিধা হল – ( ক ) দলীয় স্বার্থের প্রাধান্য এবং ( খ ) প্রকৃত জনমত প্রকাশ পায় না । 

প্রশ্ন : সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলব্যবস্থাকে কয়টি শ্রেণীতে বিভাজন করা যায় এবং কী কী ? 

উত্তর : সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলব্যবস্থাকে তিন ধরনের শ্রেণীতে বিভাজিত করা যায় । যেমন - ( ক ) একদলীয় ব্যবস্থা ( খ ) দ্বিদলীয় ব্যবস্থা এবং ( গ ) বহুদলীয় ব্যবস্থা । 


প্রশ্ন : একদলীয় ব্যবস্থা বলতে কী বােঝ ? 

উত্তর : যদি কোন দেশে মাত্র একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত হয় তবে তাকেই একদলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করা হয় । 


প্রশ্ন : দ্বি-দলীয় ব্যবস্থাবলতে কী বােঝ ? 

উত্তর : কোন দেশে যদি দুটি প্রধান ও সমকক্ষ রাজনৈতিক দল থাকে তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে ।



প্রশ্ন : বহু দলব্যবস্থা বলতে কী বােঝাে ? 

উত্তর : যে দেশে দুইয়ের অধিক রাজনৈতিক দল থাকে তাকে বহু-দলব্যবস্থা বলে । যেমন ফ্রান্সে বহু-দলব্যবস্থা দেখা যায় । কারণ সেখানে প্রায় ১৫টি দল প্রায় সমান ক্ষমতাসম্পন্ন । 

প্রশ্ন : বহু - দল শাসন ব্যবস্থায় কী ধরণের সরকার দেখা যায় ? 

উত্তর : বহু দল শাসনব্যবস্থায় অনেকগুলি সমক্ষমতাসম্পন্ন রাজনৈতিক দল থাকায় কোন দল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না । সাধারণভাবে এখানে একাধিক দলের সম্মিলিত সরকার গঠিত হয়ে থাকে । 

প্রশ্ন : বহু দলীয় ব্যবস্থা কয়প্রকারের ও কী কী ? 

উত্তর : অ্যালমণ্ড ,অ্যালান বল প্রমুখ তাত্ত্বিকেরা বহুদল ব্যবস্থাকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে । যেমন –

ক ) কার্যকরী বহু দলীয় ব্যবস্থা । 

খ ) অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা । 

গ ) প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা । 



প্রশ্ন : কার্যকরী বহু দলীয় ব্যবস্থা বলতে কী বােঝাে ? 

উত্তর : কার্যকরী বহু দলীয় ব্যবস্থায় দুইয়ের অধিক বহু রাজনৈতিক দল থাকে কিন্তু বাস্তবে দেখা যায় বহু দল থাকা সত্ত্বেও দুটি দল মূলত সরকার গঠন ও পরিচালনা করে । এইরূপ দল ব্যবস্থাকে কার্যকরী বহু দলীয় ব্যবস্থা বলে ।

প্রশ্ন : রাজনৈতিক দল ও স্বার্থগােষ্ঠীর মধ্যে পার্থক্য কী ? 

উত্তর : রাজনৈতিক দলের উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করা আর স্বার্থগােষ্ঠীর লক্ষ্য হল সরকারের নীতিকে গােষ্ঠী স্বার্থের অনুকূলে প্রভাবিত করা ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন