ভারতীয় ও পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারার নিজ নিজ বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভারতীয় ও পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারার নিজ নিজ বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর bharatiyo o paschatya rajnoitik chintadharar nij nij boishistoguli ullekh koro


১। রাজনৈতিক চিন্তাধারা কাকে বলে ? 

উত্তর : সাধারণ ভাবে রাষ্ট্রব্যবস্থার গঠন , প্রকৃতি , রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রয়ােগের সমস্যা , কর্তব্য  রাষ্ট্রীয় কাঠামাের অন্তর্ভুক্ত মনুষ্য সম্প্রদায়ের অধিকার , কতব্য , অ - রাষ্ট্রীয় সমিতি , সংঘের সাথে রাষ্ট্রের সম্পর্ক প্রভৃতি বিষয়ক দিকগুলি রাজনৈতিক চিন্তাধারা নামে পরিচিত ।

২। মানবসভ্যতায় প্রথম কোথায় সুসংবদ্ধ রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটে ? 

উত্তর : সুদূর অতীতে পশ্চিমে বা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় তথা প্রাচীন গ্রীসে প্রথম সুসংবদ্ধ রাজনৈতিক চিন্তাধারার বিকাশ ঘটে । 

৩। প্রাচীন গ্রীস দেশে পন্ডিতগণ কি নামে পরিচিত ছিলেন ? 

উত্তর : প্রাচীন গ্রীস দেশে পন্ডিতগণ সফিস্ট নামে পরিচিত ছিলেন । 

৪। কয়েকজন প্রাচীন পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখ । 

উত্তর : দার্শনিক বা রাষ্ট্রচিন্তাবিদ সক্রেটিস , প্লেটো , অ্যারিস্টটল প্রভৃতি । 


৫। প্রাচীন ভারতের রাষ্ট্রীয়কাঠামাে , সমাজ , ধর্ম, প্রথা বিষয়ক চর্চা করেছেন এমন কয়েকজন বিদেশী চিন্তাবিদদের নাম লেখ । 

উত্তর : ম্যাক্সমুলার, গ্রীণ, হপকিনস্ প্রমুখ । 


৬। প্রাচীন ভারতের রাষ্ট্রীয় তত্ত্ব বিষয়ক আলােচনা কয়েকজনের নাম লেখ । 

উত্তর : রাখালদাস বন্দ্যোপাধ্যায় , রমেশচন্দ্র দত্ত , কে.ভি. আর আয়েঙ্গার , শ্যামশাস্ত্রী , ভি.এস. আগরওয়াল প্রমুখ । 


৭। ‘মানুষই সবকিছুর পরিমাপক’ উক্তিটি কার ? 

উত্তর : গ্রিক দার্শনিক প্রােটাগােরাসের উক্তি ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন