জন স্টুয়ার্ট মিল : স্বাধীনতা এবং গণতন্ত্র

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর জন স্যাট মিল স্বাধীনতা এবং গণতন্ত্র jon stuyat mil swadhinota abong gonotontro


১। “On Liberty” কার লেখা ? 

উত্তর : জন স্টুয়ার্ট মিল-এর ।  

২। ‘Considerations on Representatine Government’ গ্রন্থটি কার লেখা ? 

উত্তর : জন স্টুয়ার্ট মিলের । 

৩। ব্যক্তি স্বাধীনতা রক্ষায় মিলের বক্তব্য কি ? 

উত্তর : রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত করা ।

৪। মিল গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের কোন দিকটির গুরুত্ব দেন ? 

উত্তর : মানুষের মধ্যে থাকা অন্তর্নিহিত গুণগত দিকটির প্রতি গুরুত্ব দেন । 


৫। মিল উল্লিখিত গণতান্ত্রিক রাষ্ট্রের কয়েকটি কাজ উল্লেখ কর । 

উত্তর : শিক্ষা বিস্তার , জনসাধারণের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া , সম্পত্তির ন্যায় সঙ্গত বন্টনের ব্যবস্থা করা প্রভৃতি ।


৬। উপযােগবাদ ও উদারবাদের সম্পর্ক কি ? 

উত্তর : উদারবাদ হল সেইমত যা স্বাধীনতার নীতি প্রতিষ্ঠার ও আধুনিক রাষ্ট্র চর্চায় ও প্রয়ােগে রাষ্ট্রের পরিধির প্রসারে ব্যক্তি স্বাধীনতার সহায়ক হওয়াকে মাপকাঠি হিসেবে ব্যাখ্যা করে । অন্যদিকে বেন্থামের রাষ্ট্রচিন্তায় এই উদারবাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি হল উপযােগবাদ । উপযােগবাদ অনুযায়ী ব্যক্তি মানুষের সুখ ও আনন্দ বৃদ্ধি ও দুঃখকষ্ট খর্ব করন মৌলিক ও চূড়ান্ত লক্ষ্য ।


৭। বেন্থাম উল্লিখিত সহজ আনন্দগুলি কি কি ?  

উত্তর : বেন্থাম উল্লিখিত সহজ আনন্দগুলি হল সম্পদ ,দক্ষতা , সুনাম , ধর্মানুরাগ , স্মৃতিশক্তি প্রভৃতি । 

৮। ‘আইন প্রণয়নের নিউটন’ কাকে বলা হয় ? 

উত্তর : জেরেমি বেন্থামকে আইন প্রণয়নের নিউটন বলা হয় । 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন