বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদ

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদ bongkimchondro chottopaddhay swami vivekananda jatiyotabad


প্রশ্ন : ‘আনন্দমঠ’ গ্রন্থটিকার লেখা ? এটি কবে প্রকাশিত হয় ? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস হল ‘আনন্দমঠ' । এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৮২ সালে । 

প্রশ্ন : ‘বন্দেমাতরম’ গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে লিখিত হয় ।  

উত্তর : বঙ্কিমচন্দ্রের রচিত ‘আনন্দমঠ’ উপন্যাসে বন্দেমাতরম গানটি লেখা হয় । 

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দুটি গ্রন্থের নাম লেখাে । 

উত্তর : বঙ্কিমচন্দ্র রচিত দুটি গ্রন্থ হল — ‘বিষবৃক্ষ’ ‘দেবী চৌধুরানী’ । 

প্রশ্ন : মানবজাতির মুক্তির মহানযােদ্ধা হিসাবে বঙ্কিমচন্দ্র যে তিনজন মহাপুরুষের উল্লেখ করেছেন তাঁদের নাম লেখাে । 

উত্তর : বুদ্ধদেব , যিশুখ্রিস্ট এবং ফরাসি দার্শনিক রুশাে । বঙ্কিমচন্দ্রের মতে এই তিনজন পৃথিবীতে তিনবার আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন ।


প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি জাতীয়তাবাদী উপন্যাসের নাম লেখ । 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি জাতীয়তাবাদী উপন্যাস হল — ‘আনন্দমঠ’,‘দেবী চৌধুরানী’ । 

প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের মতে ভারতের পরাধীনতার কারণগুলি কি ছিল ? 

উত্তর : বঙ্কিমচন্দ্রের মতে , ভারতের পরাধীনতার যে কারণগুলি হল — ( ১ ) সনাতন হিন্দুধর্মের নিষ্কামতা ও স্বাতন্ত্রের প্রতি অনাস্থা । ( ২ ) সমাজের মধ্যে জাতি প্রতিষ্ঠার অভাব ও জাতির ভালোমন্দ বোঝার অভাব এবং নিজেদের মধ্যে অনৈক্য বিরাজমান ।


প্রশ্ন : ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় । 

প্রশ্ন : ‘ব্রাহ্মণরাই প্রাচীন ভারতের ইংরেজ ছিলেন’ — উক্তিটি কার ? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের । 

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র অনুশীলন ধর্মকে কি বলেছিলেন ? উত্তর : অনুশীলন ধর্মকে বঙ্কিমচন্দ্র ‘Doctrine of Culture’ বলেছেন । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন