প্রাচীন ভারত

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রাচীন ভারত prachin bharat


প্রশ্ন : প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তায় যেকোনাে দুটি উৎস লেখ । 

উত্তর : প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার দুটি গুরুত্বপূর্ণ উৎস হলাে —

( ১ ) প্রাচীন ভারতীয় সাহিত্য চতুর্বেদ, বৌদ্ধ ও জৈন সাহিত্য কৌটিল্যের অর্থশাস্ত্র , পতঞ্জলির মহাভাষ্য প্রভৃতি ।

( ২ ) বিদেশীদের বিবরণ — সাহিত্যকর্মের পাশাপাশি বিভিন্ন সময়ে ভারতবর্ষে আগত বিভিন্ন বিদেশীদের বিবরণও প্রাচীন ভারতের রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে অবহিত করে । যেমন — গ্রীক দূত মেঘাস্থিনিসের বিবরণ থেকে মৌর্যযুগের , চৈনিক পরিব্রাচক ফা -হিয়েনের বিবরণ থেকে গুপ্ত সাম্রাজ্যের সময়কালের রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিশদ জানা যায় । 


প্রশ্ন : প্রাচীন ভারতে দুটি প্রজাতন্ত্রের নাম লেখ । 

উত্তর : প্রাচীন ভারতের দুটি প্রজাতন্ত্রের নাম - ( ১ ) বৃজি  ( ২ ) মল্ল । 


প্রশ্ন : কৌটিল্য ছাড়া প্রাচীন ভারতের যেকোনাে দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম । 

উত্তর : প্রাচীন ভারতের দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হল — মন ও বৃহস্পতি । 


প্রশ্ন : তার অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য ‘অর্থ’ বলতে কী বুঝিয়েছেন ? 

উত্তর : রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন ভারতে যেকোনাে দুটি তত্ত্ব উল্লেখ কর — 

( ১ ) কর্মফলবাদী তত্ত্ব ( Theory of law of Karma ) 

( ২ ) বলপ্রয়ােগ মূলক তত্ত্ব ( Force theory )।


প্রশ্ন : কৌটিল্যের মতে রাষ্ট্রের ৭ টি উপাদান কী কী ? 

উত্তর : কৌটিল্যের মতে রাষ্ট্রের ৭ টি উপাদান হল- ( ১ ) স্বামী ( ২ ) মন্ত্রী ( ৩ ) জনপদ ( ৪ ) দুর্গ (৫ ) কোষ ( ৬ ) দণ্ড (৭ ) মিত্র । 


প্রশ্ন : অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য । 


প্রশ্ন : দণ্ডনীতির সংজ্ঞা দাও । 

উত্তর : যে নীতি প্রজাসাধারণের মঙ্গলার্থে রাষ্ট্রশাসনে প্রযুক্ত হয় এবং রাষ্ট্রনায়ককে দণ্ড প্রয়ােগে যােগ্যতা ও বৈধতা প্রদান করে তাকে দণ্ডনীতি বলা হয় । 


প্রশ্ন : প্রাচীন ভারতীয় রাষ্ট্রসমূহের দুটি কাজ উল্লেখ কর । 

উত্তর : ( ১ ) অভ্যন্তরীণ গােলযােগ ও বহিঃশত্রুর হাত থেকে রাষ্ট্র বা জনগণকে রক্ষা করা । ( ২ ) সমাজব্যবস্থার স্থিতাবস্থা রক্ষা করা ও প্রজাদের মঙ্গল সাধন করা । 


প্রশ্ন : কৌটিল্যের মতে কুটনীতির চারটি কৌশল কী কী ? 

উত্তর : কৌটিল্যের মতে চারটি কৌশল হল— ( ১) সাম ( ২ ) দান ( ৩ ) দণ্ড (৪ ) ভেদ ।



প্রশ্ন : কৌটিল্যের মতে রাষ্ট্রের দুটি কার্যাবলী উল্লেখ কর । 

উত্তর : ( ১ ) সমাজব্যবস্থা সমর্থন বা সংরক্ষণ করবে । ( ২ ) যােগাক্ষেপ বা নাগরিকদের মঙ্গল সাধন কার্য, উন্নয়ন ও সমৃদ্ধি সাধন করবে । 

প্রশ্ন : কৌটিল্য কত ধরনের দুর্গের কথা বলেন ও কী কী ? 

উত্তর : কৌটিল্য চার ধরনের দুর্গেরকথা বলেন । ( ১ ) জলদুর্গ ( ২ ) পার্বত্যদুর্গ ( ৩ ) অরণ্য দুর্গ ( ঘ ) মরু দূর্গ । 



প্রশ্ন : কৌটিল্যের মতে রাজদূতের কী কী গুণ থাকা উচিত ?  

উত্তর : কৌটিল্যের মতে রাজদূতের যে গুণগুলি থাকা উচিত তা হল— (১ ) ধর্ম , দর্শন এবং লৌকিক শাস্ত্র সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান থাকা উচিত । ( ২) রাজদূত নিজের রাজার প্রতি অনুগত থাকবে ।




প্রশ্ন : কৌটিল্যের মতে রাজার কর্তব্যগুলির মধ্যে ২ টি উল্লেখ কর । 

উত্তর : ( ১ ) কৌটিল্যের মতে রাজার প্রধান কর্তব্য হল সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা করা । এছাড়াও প্রজাদের স্বার্থ দেখা ও তাদের কল্যাণ সাধন করাকেও রাজার কর্তব্য বলে কৌটিল্য গুরুত্ব দিয়েছেন । ( ২ ) কৌটিল্যের মতে রাজার কর্তব্য হল রাজকোষের সমৃদ্ধি বজায় রাখা । তাই রাজস্ব ধার্য ও বৃদ্ধি করা এবং সংগৃহীত রাজস্বকে সুযোগ্যভাবে ব্যয় করার ব্যবস্থা করা রাজার কর্তব্য । 



প্রশ্ন : প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তাবিশ্লেষণের প্রদান দুটি ধারার নাম লেখ । 

উত্তর : প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তাবিশ্লেষণে দুটি ধারা ছিল । সেগুলি হল— ( ১ ) ধর্মশাস্ত্র ধারা ( ২ ) অর্থশাস্ত্রধারা । 



প্রশ্ন : প্রাচীন ভারতের রাষ্ট্রব্যবস্থার ঐতিহ্য কি ? 

উত্তর : প্রাচীন ভারতীয় ভিন ভিন্ন সাহিত্য ও ধর্মগ্রন্থ গুলিতে বিক্ষিপ্তভাবে থাকা রাষ্ট্র , রাজনীতি বিষয়ক আলােচনাই হল প্রাচী ভারতের রাষ্ট্রব্যবস্থার ঐতিহ্য । 


প্রশ্ন : অর্থশাস্ত্র কার দ্বারা প্রথম ইংরেজিতে অনুবাদিত হয় ? 

উত্তর : ভারততাত্ত্বিক ড. শ্যামশাস্ত্রী দ্বারা ১৯১৫ সালে প্রথম ইংরেজিতে অনুবাদিত হয় । 


প্রশ্ন : বর্তমান রাজনীতি বিজ্ঞানকে কৌটিল্য কী নামে ব্যাখ্যা করেছেন ? 

উত্তর : বর্তমান রাজনীতি বিজ্ঞানকে কৌটিল্য অর্থশাস্ত্র বা দণ্ডনীতি শাস্ত্র নামে ব্যাখ্যা করেছেন । 



প্রশ্ন : প্রাচীন ভারতের রাষ্ট্র সমাজ , ধর্ম, প্রথা বিষয়ে চর্চা করেছেন এমন কয়েকজন ভারতীয় গবেষকদের নাম লেখ । 

উত্তর : রাখালদাস বন্দ্যোপাধ্যায় , শ্যামশাস্ত্রী , বি . এস . আগরওয়াল , রমেশচন্দ্র দত্ত, কে . ভি আর আয়েঙ্গার । 


প্রশ্ন : প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা বিষয়ক ব্যাখ্যা করেছেন এমন কয়েকজন বস্তুবাদী চিন্তাবিদের নাম লেখ । 

উত্তর : ডি . ডি কোসাম্বি , কে . এস . পান্নিকর , রােমিলা থাপা । 


প্রশ্ন :প্রাচীন ভারতে বৈদিক সভ্যতার পরবর্তী যুগে রাষ্ট্র ব্যবস্থার শেষ দুটি নিদর্শন লেখ । 

উত্তর : গুপ্ত সম্রাজ্য ও হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজ শাসন । 


প্রশ্ন : প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় দুটি উল্লেখযােগ্য রচনার উল্লেখ কর । 

উত্তর : রমেশচন্দ্র মজুমদারের Corporate life in Ancient India ( 1918 ), শ্যামশাস্ত্রীর Evolution of Indian polity ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন