মধ্যযুগের রাষ্ট্রচিন্তা

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মধ্যযুগের রাষ্ট্রচিন্তা moddhojuger rastrochinta

প্রশ্ন : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে ‘মধ্যযুগ’ কবে শুরু হয় ? 

উত্তর : আনুমানিক ৪৭৬ খ্রীষ্টাব্দে পশ্চিম রােমান সাম্রাজ্যের রাজধানী রােমের পতনের পর থেকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে ‘মধ্যযুগ’ শুরু হয় । 


প্রশ্ন : মধ্যযুগের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর । 

উত্তর : মধ্যযুগের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হল – ( ক ) এই রাষ্ট্রচিন্তায় চার্চ ব্যবস্থার প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং ( খ ) এই রাষ্ট্রচিন্তায় স্বাধীন মৌলিক রাজনৈতিক বিষয়ের অনুপস্থিতি লক্ষণীয় । 

প্রশ্ন : মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় ‘দুই নগরীর ধারণা’ কে সৃষ্টি করেছিলেন ?  

উত্তর : মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় ‘দুই নগরীর ধারণা’ সৃষ্টি করেছিলেন সেন্ট আগস্টাইন । 

প্রশ্ন ‘দি সিটি অব গড’ গ্রন্থটি কার লেখা ? 

উত্তর : ‘দিসিটি অব গড’ গ্রন্থটি সেন্ট আগস্টাইন - এর লেখা । 

প্রশ্ন : মধ্যযুগের তিনজন প্রধান চিন্তাবিদের নাম লেখ । 

উত্তর : মধ্যযুগের তিনজন প্রধান চিন্তাবিদ হলেন – ( ক ) সেন্ট আগস্টাইন ( খ ) সেন্ট টমাস অ্যাকুইনাস এবং ( গ ) পাড়ুয়ার মার্সিলিও । 


প্রশ্ন : চার্চ সংগঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতিকে সমর্থন করেন কে ? 

উত্তর : পাড়ুয়ার মার্সিলিও চার্চ সংগঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতিকে সমর্থন করেন । 


প্রশ্ন : মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার তিনটি উৎস চিহ্নিত করাে । 

উত্তর : মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার তিনটি উৎস হল – ( ক ) রাষ্ট্র বনাম চার্চের দ্বন্দ্ব ( খ ) ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রতি আগ্রহ ( গ ) পােপতন্ত্র বিরােধী চিন্তাভাবনা ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন