ম্যাকিয়াভেলী

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ম্যাকিয়াভেলী makiyaveli

প্রশ্ন : ইউরােপে নবজাগরণের সূত্রপাত কবে হয় ? 

উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দে ইউরােপে নবজাগরণের সূত্রপাত হয় । 

প্রশ্ন : রেনেশাস বা নবজাগরণ কথাটির আক্ষরিক অর্থ কী ? 

উত্তর : রেনেশাস বা নবজাগরণ কথাটির আক্ষরিক অর্থহল ‘পুনরুজ্জীবন’ । 

প্রশ্ন : ইউরােপে কোন দেশে সর্বপ্রথম নবজাগরণ আবির্ভূত হয়েছিল ? 

উত্তর : ইউরােপের ইতালিতে সর্বপ্রথম নবজাগরণ আবির্ভূত হয়েছিল । 


প্রশ্ন : ম্যাকিয়াভেলী কখন জন্মগ্রহণ করেন ? 

উত্তর : ১৮২৯ খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স নগরীতে ম্যাকিয়াভেলী জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন : ম্যাকিয়াভেলীর মতে রাজনীতির মৌল উপাদান কী ? 

উত্তর : ক্ষমতার রাজনীতি তথা ক্ষমতাই হল ম্যাকিয়াভেলীর মতে , রাজনীতির মৌল উপাদান । 


প্রশ্ন : ম্যাকিয়াভেলীর চিন্তাধারা অনুসারে মানব চরিত্র কেমন ?  

উত্তর : ম্যাকিয়াভেলীর চিন্তাধারা অনুসারে মানব চরিত্র হল স্বভাবত নীচ , স্বার্থপর , লােভী , অকৃতজ্ঞ , চঞ্চল , ভীরু এবং অত্যন্ত বিষয় বুদ্ধিসম্পন্ন । 

প্রশ্ন : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে কাকে ‘প্রথম বাস্তববাদী চিন্তাবিদ’ বলা হয় ? 

উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে ‘প্রথম বাস্তববাদী চিন্তাবিদ’ বলা হয় নিকোলাে ম্যাকিয়াভেলীকে । 

প্রশ্ন : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলীর দুটি গুরুত্বপূর্ণ অবদান চিহ্নিত করাে । 

উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলীর দুটি গুরুত্বপূর্ণ অবদান হল । - 
                                  ক ) রাষ্ট্রচিন্তায় আধুনিকতা ও বৈজ্ঞানিকতার সূত্রপাত এবং 
                                  খ ) নীতিশাস্ত্র ও ধর্ম থেকে রাজনীতির পুরােপুরি বিচ্ছিন্নকরণ ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন