অধিকার সম্পর্কে লক

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধিকার সম্পর্কে লক adhikar somporke lok

১। লকের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : “Two Treatises on civil Government”, এবং ‘Letter on Toleration’ প্রভৃতি । 

২। লক কোন দেশের মানুষ ছিলেন ?

উত্তর : লক ইংল্যাণ্ডের মানুষ ছিলেন । 

৩। লককে কেন অভিজ্ঞতাবাদের জনক বলা হয় ? 

উত্তর : লকের মতে সহজাত ধারণা বলে কিছু নাই । তার মতে যে কোন ধারণাই অভিজ্ঞতালব্ধ । তিনি জ্ঞানকেও অভিজ্ঞতা প্রাপ্ত বলে উল্লেখ করেন । তাই তাঁকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয় । 

৪। লক উল্লিখিত যেকোন দুটি স্বাভাবিক বা প্রকৃতিক অধিকার লেখ । 

উত্তর : জীবনের অধিকার ও স্বাধীনতার অধিকার ।  


৫। লক কেন সম্পত্তির অধিকারের পক্ষে সওয়াল করেছেন ?  

উত্তর : লকের মতে সম্পত্তির অধিকার স্বাভাবিক বা প্রাকৃতিক অধিকার এবং স্বাধীনতা ও জীবনের অধিকার এই সম্পত্তির অধিকারে অন্তর্ভুক্ত তাই লক সম্পত্তির অধিকারের ধারনার পক্ষে সওয়াল করেছেন । 


৬। লকের বর্ণিত অধিকার সমূহ কোন আইনের দ্বারা রূপায়িত হওয়ার উল্লেখ পাওয়া যায় ? 

উত্তর : প্রাকৃতিক আইনের দ্বারা ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন