ভারতীয় চিন্তাধারা চিন্তাবিদগণ ও বিষয়সমূহ রাষ্ট্র সম্পর্কে কোটিল্যের ধারণ

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভারতীয় চিন্তাধারা চিন্তাবিদগণ ও বিষয়সমূহ রাষ্ট্র সম্পর্কে কোটিল্যের ধারণ bharatiyon chintadhara chintabidgon o bishoysomuho rastro somporke koutillor dharona

১। কৌটিল্যের লেখা একটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : অর্থশাস্ত্র ।

২। অর্থশাস্ত্র কে কেন ‘technical work on polity’ বলা হয় । 

উত্তর : কৌটিল্যের অর্থশাস্ত্রে ভূমি দখল ও সংরক্ষণ বিষয়ক একটি সর্বাত্মক আলােচনা করেছেন । রাষ্ট্র সম্পর্কিত আলােচনার বিজ্ঞানসম্মত রূপ প্রদান করেছেন তাই অর্থশাস্ত্রকে technical work on polity বলা হয় । 


৩। দ্বৈত রাজ্য কাকে বলে ? 

উত্তর : কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী দুজনের শাসন যে রাজতন্ত্রে প্রতিষ্ঠিত তাকে দ্বৈতরাজ্য বলা হয় । 


৪। কৌটিল্যের মতে বৈরাজ্য কি ? 

উত্তর : কৌটিল্যের ব্যাখ্যা অনুযায়ী কোন কোন সময় আইন ভিত্তিক রাজাকে সরিয়ে শত্রু পক্ষ শাসন ক্ষমতা দখল করে শাসন কার্য পরিচালনা করে তাকে বৈরাজ্য বলা হয় । 


৫ । কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদানগুলি কি কি ? 

উত্তর : রাজা , মন্ত্রী , জনপদ , দূর্গ , কোষ , সেনাবাহিনী ও মিত্ররাষ্ট্র । 


৬ । কৌটিল্য রাষ্ট্রে উপাদান হিসেবে কয়প্রকার ও কি কি দুর্গের উল্লেখ করেছেন ? 

উত্তর : চারপ্রকার — ( ১ ) জলদুর্গ , ( ২ ) পর্বত দূর্গ,( ৩ ) মরুভূমি দূর্গ এবং ( ৪ ) জঙ্গলদূর্গ ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন