আম্বেদকর ও সামাজিক ন্যায়বিচার

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আম্বেদকর ও সামাজিক ন্যায়বিচার ambedkar o samajik nnaybichar


১। ভীমরাও রামজি আম্বেদকর কবে কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তর : ভীমরাও রামজি ১৮৯১ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে মাহার পরিবারে জন্মগ্রহণ করেন । 

২। কত সালে আম্বেদকর বােম্বাই বিধান পরিষদের মনােনীত প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ? 

উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে আম্বেদকর বিধান পরিষদ মনােনীত প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন । 



৩। আম্বেদকর - এর উল্লেখযােগ্য রচনাগুলির নাম কী ? 

উত্তর : আম্বেদকর এর উল্লেখযােগ্য রচনাগুলির নাম হল — ব্রিটিশ ভারতে প্রাদেশিক বিত্ত , যুক্তরাষ্ট্র বনাম স্বাধীনতা ইত্যাদি ।


৪। ন্যায়বিচার বলতে কী বুঝি ? 

উত্তর : চুরি , ডাকাতি , নির্যাতন , খুন ইত্যাদি অপরাধমূলক ঘটনাগুলাের সাথে ন্যায়ের সম্পর্ক রয়েছে — উপযুক্ত শাস্তিবিধানকেই ন্যায় বিচার বলা হয়ে থাকে । 


৫। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে ? 

উত্তর : ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়ে থাকে । 


৬। ন্যায়বিচার দিবসের প্রধান লক্ষ্য কী ? 

উত্তর : রাষ্ট্রের সকল জনগণের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সব ধরনের মৌলিক অধিকার আদান প্রদান করা একটি রাষ্ট্রের আবশ্যিক কর্তব্য । দরিদ্র দূরীকরণ , কর্মসংস্থান বৃদ্ধি , উন্নয়নে নারী পুরুষের - সমান অধিকার ও সকলের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য । 


৭। আম্বেদকরের ধর্ম সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী ছিল ? 

উত্তর : আম্বেদকর অনুভব করেছিলেন হিন্দু ধর্ম সম্প্রদায় অনেক অবদমিত জাতের সমন্বয় গঠিত আর এই কারণে ভারতে সামগ্রিকভাবে দুর্বলতার পরিবেশ সৃষ্টি হয় ।



৮। কোন আইন অনুযায়ী এক ধর্ম থেকে অন্য ধর্মে এবং এক জাত থেকে অন্য জাত - এ পরিবর্তিত হওয়া আইনসিদ্ধ হয় । 

উত্তর : Caste Disabilities Removal act ( CDRA ) - এর আইন অনুযায়ী এক ধর্ম থেকে অন্য ধর্মে এবং এক জাত থেকে অন্য জাতে পরিবর্তিত হওয়া আইনসিদ্ধ হয় । 


৯। আম্বেদকরের মতবাদের সাথে কোন ইউরােপীয় দার্শনিকের তুলনা করা যায় ? 

উত্তর : আম্বেদকরের মতবাদের সাথে ইউরােপীয় দার্শনিকের নীৎসের  তুলনা করা যায় । 

১০। আম্বেদকর যে শ্রেণিতে জন্মগ্রহণ করেন সেই শ্রেণিটিকে তিনি কোন কোন অভিধায় বর্ণনা করেন ? 


উত্তর : আম্বেদকর যে শ্রেণিতে জন্মগ্রহণ করেন সেই শ্রেণিকে তিনি বর্ণনা করেছেন ‘No caste Hindu ’, ‘Protestant Hindu's’ , ‘Non Conformist Hindu ' ইত্যাদি অভিধায় ।



১১। আম্বেদকরের রাজনৈতিক মতবাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : আম্বেদকরের রাজনৈতিক মতবাদের কয়েকটি বৈশিষ্ট্য হল — ( i ) আম্বেদকরের মতবাদ সাম্প্রদায়িকতা বা গােষ্ঠী মনােভাবমুক্ত অথচ ধর্ম বিরােধী । 

( ii ) সমস্ত ভারতবাসী জাতি - ধর্ম - বর্ণ - নির্বিশেষে সমান মর্যাদার অধিকারী এই বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রস্তুতি থাকা দরকার । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন