প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তা

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তা prachin grik rastrochinta


প্রশ্ন : প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে কি বলা হত ? 

উত্তর : প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে বলা হত ‘পলিস’ ( Polis ) । 

প্রশ্ন : প্রাচীন গ্রীসের দুটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের নাম উল্লেখ কর । 

উত্তর : প্রাচীন গ্রীসের দুটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রহল – এথেন্স ও স্পার্টা ।

প্রশ্ন : ‘সফিস্ট’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এই শব্দের অর্থ কী? 

উত্তর : ‘সফিস্ট’ শব্দটি এসেছে গ্রীক শব্দ সফস ( Sophos ) থেকে , যার অর্থ হল জ্ঞান ।  

প্রশ্ন : প্রাচীন গ্রীসের দুজন সফিস্ট দার্শনিকের নাম উল্লেখ কর । 

উত্তর : প্রাচীন গ্রীসের দুজন সফিস্ট দার্শনিক হলেন প্রােটাগােরাস এবং থ্রেসিমেকাস ।


প্রশ্ন : গ্রীক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর । 

উত্তর : গ্রীক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হল – ( ক ) গ্রীক রাষ্ট্রচিন্তা নগর রাষ্ট্রভিত্তিক রাষ্ট্রচিন্তা এবং ( খ ) গ্রীক রাষ্ট্রচিন্তা বাস্তবসম্মত চিন্তাধারা । 

প্রশ্ন : প্রাচীন গ্রীসে কোন্ শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় প্রশাসনে অংশগ্রহণ করতে পারত ? 

উত্তর : প্রাচীন গ্রীসে রাষ্ট্রীয় প্রশাসনে শুধুমাত্র নাগরিক শ্রেণীর মানুষেরাই অংশগ্রহণ করতে পারত । 

প্রশ্ন : এথেনীয় গণতন্ত্রের সুবর্ণ যুগ বলা হয় কোন্ সময়কে ? 

উত্তর : এথেনীয় গণতন্ত্রের সুবর্ণ যুগ বলা হয় পেরিক্লিসের যুগকে ( খ্রীষ্টাব্দ পূর্ব ৪৬১-৪২২ ) 

প্রশ্ন :প্রাচীন গ্রীসের এথেন্সে কী ধরনের শাসন ব্যবস্থা ছিল ? 

উত্তর : প্রাচীন গ্রীসের এথেন্সে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল । 

প্রশ্ন : দার্শনিক প্লেটোর দ্বারা রচিত দুটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : দার্শনিক প্লেটোর দ্বারা রচিত দুটি গ্রন্থ হল ( ক ) দি রিপাবলিক এবং ( খ ) দি স্টেটসম্যান ।

প্রশ্ন : প্লেটোর আদর্শ রাষ্ট্রে তিনটি আবশ্যক শ্রেণী কী কী ? 

উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রে তিনটি আবশ্যক শ্রেণী হল – অভিভাবক বা শাসক শ্রেণী, যােদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী । 


প্রশ্ন : প্লেটোর আদর্শ রাষ্ট্রের গঠনের উপাদানগুলি কী ? 

উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের গঠনের জন্য উপাদানগুলি হল প্রজ্ঞা , সাহস , মিতাচার এবং  ন্যায়নীতি । 

প্রশ্ন : ‘পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা কে ? 

উত্তর : ‘পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা হলেন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল । 

প্রশ্ন : অ্যারিস্টটল তার সময় কতগুলি নগর রাষ্ট্রের সংবিধান নিয়ে আলােচনা করেছিলেন ? 

উত্তর : অ্যারিস্টটল তার সময় ১৫৮ টি নগর রাষ্ট্রের সংবিধান নিয়ে আলােচনা করেছিলেন । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন