মার্কস এবং এঙ্গেলস

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মার্কস এবং এঙ্গেলস marks abong angelos


প্রশ্ন : মার্কসবাদের উৎসগুলি কী কী ? 

উত্তর : মার্কসবাদের উৎসগুলি হল - 

১ ) চিরায়ত জার্মান দর্শন 

২ ) ফরাসী কাল্পনিক সমাজতন্ত্র 

৩ ) ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি । 


প্রশ্ন : মার্কসবাদ কী ? 

উত্তর : কাল মার্কসের নাম অনুসারে এই দর্শনের নাম মার্কসবাদ । কাল মার্কস ও মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী সকল তাত্ত্বিকদের তত্ত্বের সমষ্টিকরণে জন্ম মার্কসবাদের । এই দর্শন হল সমাজ পরিবর্তনের দর্শন । বুর্জোয়া সমাজের শ্রেণি শােষণ ও শ্রেণি বৈষম্যকে নির্মূল করে সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হল মার্কসবাদের মূল বক্তব্য । 

প্রশ্ন : মার্কসবাদ অনুযায়ী সমাজ বিকাশের স্তরগুলি কী কী লেখাে । 

উত্তর : মার্কসবাদ দর্শন অনুযায়ী সমাজ বিকাশের স্তরগুলি হল – 

১ ) আদিম সাম্যবাদী সমাজ 

২ ) দাস সমাজ 

৩ ) সামন্ত সমাজ 


৪ ) বুর্জোয়া সমাজ 

৫ ) সমাজতান্ত্রিক সমাজ 

৬ ) সাম্যবাদী সমাজ ।


প্রশ্ন : মার্কসবাদী দর্শনে বুর্জোয়া শ্রেণি বলতে কাদের বােঝানাে হয়েছে ?  

উত্তর : ‘বুর্জোয়া’ শব্দটি এসেছে ফরাসী শব্দ ‘বারগার্স’থেকে । ‘বারগার্স’ শব্দের অর্থ হল বনিক । সপ্তদশ শতকে বুর্জোয়া শ্রেণি তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়ে ওঠে । ব্যবসা - বানিজ্যের মাধ্যমে সর্বহারা শ্রমিক শ্রেণির শ্রম থেকে জাত উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করে অর্থনৈতিক মুনাফা অর্জন করা এবং রাষ্ট্র ক্ষমতায় প্রাধান্যকারী ভূমিকা অর্জন করা এদের মূল লক্ষ্য ।


প্রশ্ন : দ্বন্দ্বমূলক বস্তুবাদ কী ? 

উত্তর : দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে মার্কসবাদীরা এক গুরুত্বপূর্ণ দর্শনকে বুঝিয়েছেন । দ্বন্দ্বতত্ত্বের মাধ্যমে দুটি বিপরীত শক্তির সংঘাতের প্রক্রিয়াকে বােঝায় । এই দর্শন অনুযায়ী মার্কসবাদীরা জগতকে অবিরাম গতিশীল ও বিকাশমান মনে করেছেন । জাগতিক প্রক্রিয়ার মাধ্যমে  সকল ঘটনা পরস্পর আবদ্ধ , জগত হল পরিবর্তনশীল এবং সকল ঘাত - প্রতিঘাতের ফল । এর উপর ভিত্তি করে যে মতবাদ তাকে মাকর্সবাদীরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলেছেন ।


প্রশ্ন : মার্কসবাদের মূল নীতিগুলি কী কী ? , 

উত্তর : মার্কসবাদের মূলনীতিগুলি হল – দ্বন্দ্বমূলক বস্তুবাদ , ঐতিহাসিক বস্তুবাদ , উদ্বৃত্ত বস্তুবাদ । 


প্রশ্ন : লেনিনের মতে বিপ্লবের প্রধান শর্ত কী কী ? 

উত্তর : বিষয়গত শর্ত , বিষয়ীগত শর্ত ।

প্রশ্ন : মার্কসবাদের বিকাশে লেনিনের সবচেয়ে বড় অবদান কী ? 

উত্তর : লেনিনের সাম্রাজ্যবাদ সম্পর্কে ধারণাটি মার্কসবাদী দর্শনে বিশেষ অবদান রেখেছে । 

প্রশ্ন লেনিনের সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলি কী কী ? 

উত্তর : ( ১ ) সাম্রাজ্যবাদ হল একচেটিয়া পুঁজিবাদ । ( ২ ) সাম্রাজ্যবাদ হল পরগাছা বা ক্ষয়িষ্ণু পুঁজিবাদ । ( ৩ ) সাম্রাজ্যবাদ হল মুমূর্য বা মৃতপ্রায় পুঁজিবাদ । 

প্রশ্ন : লেনিনের মতে একচেটিয়া পুঁজিবাদের বৈশিষ্ট্য কী কী ? 

উত্তর : পুঁজির একচেটিয়াকরণ , মহাজনী পুঁজির উদ্ভব , পুঁজির রপ্তানী , জোট বা আতাত গঠন , ভূখণ্ডের বন্টন ।


প্রশ্ন : মার্কসবাদের বিকাশে লেনিনের দুটি অবদান লেখ । 

উত্তর : ( ১ ) মার্কসবাদের তাত্ত্বিক বিষয়াবলীর বাস্তব প্রতিফলন লেনিন করেছিলেন । 

( ২ ) লেনিন , মার্কসের দর্শনের বিস্তার ঘটিয়েছিলেন । 

প্রশ্ন : মার্কসবাদী তত্ত্বের বিরুদ্ধে দুটি সমালােচনা লেখ । 

উত্তর : ( ১ ) মার্কসবাদীরা রাষ্ট্রের ভূমিকাকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন । 

( ২ ) কার্ল পপারের মতে মার্কসবাদীরা ইতিহাসকে যান্ত্রিকভাবে ব্যাখ্যা করেছেন । 


প্রশ্ন : লেনিন কোথায় কত সালে প্রথম বিপ্লবকে সফল করেছিলেন ? 

উত্তর : লেনিন ১৯১৭ সালে রাশিয়ায় রুশ বিপ্লবকে প্রথম সফল করেছিলেন । ১৯১৭ সালের বিপ্লবকে বলশেভিক বিপ্লবও বলা হয় । 

প্রশ্ন : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জন্ম দেন কোন্ দার্শনিক ? 

উত্তর : কার্ল মার্কস প্রথম বৈজ্ঞানিক সমাজবাদের জন্ম দেন । 

প্রশ্ন : মার্কসবাদের দুইজন প্রবক্তার নাম লেখ । 

উত্তর : কার্ল মার্কস , এঙ্গেলস লেনিন , গ্রামশি প্রমুখ ছিলেন মার্কসবাদী তাত্ত্বিক । 


প্রশ্ন : কার্ল মার্কসের রচিত দুটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : কার্ল মার্কসের লেখা দুটি গ্রন্থ হল – ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ এবং ‘জার্মান ইডিওলজি’ । 

প্রশ্ন : এঙ্গেলের লেখা গ্রন্থের নাম লেখ । 

উত্তর : এ্যান্টি ডুরিং ( ১৮৭৮ ) এই গ্রন্থটি এঙ্গেল -এর নিজস্ব রচনা । 

প্রশ্ন : সাম্রাজ্যবাদ কাকে বলে ? 

উত্তর : বলপূর্বক বা কর্তৃত্বপূর্বক কোনাে দেশ যখন অন্য দেশে শাসন ও প্রভুত্বকে কায়েম করতে সচেষ্ট হয় , এবং সেই কর্তৃত্বের মূল কারণ অর্থনৈতিক উদ্দেশ্য পূরণকে বােঝায় , এই রূপ কর্তৃত্বকে সাম্রাজ্যবাদ বলে । 


প্রশ্ন : সাম্রাজ্যবাদের দুটি বৈশিষ্ট্য লেখাে । 

উত্তর : সাম্রাজ্যবাদের দুটি বৈশিষ্ট্য হল 

১ ) পুঁজির কেন্দ্রীকরণ 

২ ) সাম্রাজ্যবাদী রাষ্ট্রের মধ্যে ভূ- খণ্ড বন্টন ।







একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন