ইউরােপীয় নবজাগরণের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে ।

অনাস পাস রাষ্ট্রবিজ্ঞান honours pass general political science ইউরােপীয় নবজাগরণের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে europiyo nobojagroner mukkho boishishto guli alochona koro questions answers



উত্তর : ইউরােপে একসময় যুক্তিনিষ্ঠ স্বাধীন চিন্তাও নতুন চেতনার মাধ্যমে সৃষ্টিশক্তি জেগে ওঠে এবং প্রতিষ্ঠিত হয় মানুষের সার্বভৌমত্ব ,যাকে বলে ইউরােপীয় রেনেশাস বা নবজাগরণ । এই নবজাগরণে সূত্রপাত ঘটে ইতালিতে । রেনেশাস বা নবজাগরণের মুখ্য বৈশিষ্ট্যগুলি হল —

ক) ইউরােপীয় নবজাগরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌল বৈশিষ্ট্য হল মানুষকে তার স্বমহিমায় আবিষ্কার । নবজাগরণ মানুষকে অজ্ঞতার গ্লানি থেকে মুক্ত করে নিজের স্বাধীন যুক্তি ও চিন্তা ব্যবহারের মাধ্যমে জীবন ও জগৎকে জানতে শিখিয়েছে । 

খ) ইউরােপীয় নবজাগরণ মানুষকে বিজ্ঞানমনস্ক ও ধর্মনিরপেক্ষ চিন্তা-চেতনার অধিকারী করেছিল ।

গ) মানবতাবাদের সার্থক বিকাশ সাধন ইউরােপীয় নবজাগরণের আর একটি মুখ্যবৈশিষ্ট্য । 

ঘ) বাস্তববাদীতা ও জীবনমুখীনতা বােধের উন্মেষ ইউরােপীয় নবজাগরণের আর একটি বৈশিষ্ট্য ।

ঙ) শিল্প, সংস্কৃতি , সাহিত্য , দর্শন প্রভৃতি ক্ষেত্রে প্রগতির মাধ্যমে এক চমকপ্রদ চেতনার উন্মেষ নবজাগরণের আর একটি বৈশিষ্ট্য । 

চ) জাতীয়তাবাদের ও সার্বভৌম জাতীয় রাষ্ট্রের চেতনার উন্মেষ , গণতান্ত্রিক চেতনার উদ্ভব – এগুলি হল ইউরােপীয় নবজাগরণের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন