সেন্ট অগাস্টাইনের ‘ ঈশ্বরের নগরী ’- র উপর টীকা লেখাে ।

অনাস পাস রাষ্ট্রবিজ্ঞান honours pass general political science সেন্ট অগাস্টাইনের  ঈশ্বরের নগরী র উপর টীকা লেখাে sent agastainer iswarer nogorir upor tika lekho questions answers


উত্তর : রাষ্ট্রচিন্তার ইতিহাসে সেন্ট অগাস্টাইন এক যুগসন্ধিক্ষণের চিন্তানায়ক । ‘ঈশ্বরের নগরী ’ বা ‘The City of God’ নামক গ্রন্থে তার রাষ্ট্রদর্শন সংক্রান্ত মূল চিন্তাগুলি প্রকাশিত 
হয়েছে । ‘The City of God’ হল সহজ কথায় ‘The Church’ বা গির্জা । অগাস্টাইন চার্চ নিয়ন্ত্রিত অঞ্চলকে ‘ ঈশ্বরের এলাকা ’বলে ঘােষণা করেছেন ।তিনি সরাসরি চার্চকেই মানুষের চার্চ  আনুগত্য প্রকাশের একমাত্র সংস্থা হিসাবে নির্দেশ করেছেন । আলােচ্য গ্রন্থে চার্চ এবং রাষ্ট্রীয় পারস্পরিক সম্পর্ককে বােঝানাের জন্য অগাস্টাইন দু-ধরণের ব্যবস্থার মধ্যে গুণগত ব্যবধানের উল্লেখ করেছেন । তিনি পার্থিব রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে শাশ্বত দ্বৈত ব্যবস্থার পার্থক্য নির্দেশ করে দেখিয়েছিলেন যে , পার্থিব রাষ্ট্র মানুষের অসংখ্য ত্রুটি বিচ্যুতি ও পাপাচারকে নির্দেশ করে । আর দৈব রাষ্ট্র হল প্রকৃতই ন্যায় নীতি ও উন্নত সমৃদ্ধ ব্যবস্থা । যদি পার্থিব রাষ্ট্র ব্যবস্থা চার্চের বিধি অনুযায়ী পরিচালিত হয় তবেই সমাজজীবন উন্নত হতে পারবে , মানুষ পাপমুক্ত হতে পারবে ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন