১। Hind Swaraj কার লেখা ?
উত্তর : গান্ধীজির ।
২। গান্ধীজির কোন গ্রন্থে স্বরাজ সম্পর্কিত ব্যাখ্যা পাওয়া যায় ?
উত্তর : Hind Swaraj গ্রন্থে ।
৩। গান্ধীজির পূর্বে কে ভারতীয় চিন্তাধারায় স্বরাজ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর : দাদাভাই নওরােজি ।
৪। তিলকের স্বরাজ ধারণার সাথে কোন দার্শনিক প্রত্যয় জড়িত ছিল ?
উত্তর : আত্মনিয়ন্ত্রণ ।
৫। তিলকের নিকট স্বরাজ কি ?
উত্তর : প্রধানত বিদেশী শাসনের মুক্তি তবে মানুষের উন্নত নৈতিক প্রতিষ্ঠা ও আধ্যাত্মিক মুক্তির জীবনচর্চা ।
৬। গান্ধীজির নিকট স্বরাজ কি ?
উত্তর : মূলত মানুষের নিজে নিজেকে পরিচালনা করার স্বাধীনতা পাবে — এটাই গান্ধীজির স্বরাজ ।