রামমোহন রায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে উপলব্ধি এবং আধুনিকরণ

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর রামমোহন রায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে উপলব্ধি এবং আধুনিকরণ rammohon ray british oponibeshik shashon somporke upolobdhi abong adhunikoron


প্রশ্ন : রাজা রামমােহন রায় কোন জার্মান দার্শনিকের সমসাময়িক ছিলেন ? 

উত্তর : প্রখ্যাত দার্শনিক হেগেলের সময়াময়িক দার্শনিক ছিলেন রাজা রামমােহন রায় । 


প্রশ্ন : রাজা রামমেহান রায়ের উদ্যোগ সংঘটিত দুটি সমাজসংস্কারের উল্লেখ করাে । 

উত্তর : রাজা রামমােহন রায় সংঘটিত দুটি উল্লেখযােগ্য সমাজ সংস্কার হল — ( ১ ) সতীদাহ প্রথা নিবারণ ( 2 ) বিধবা বিবাহের প্রসার । 


প্রশ্ন : রাজা রামমােহন রায় কখন বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ? 

উত্তর : রাজা রামমেহান রায় ১৮২৫ সালে বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন । 


প্রশ্ন : রামােহন রায়ের লেখা দুটি গ্রন্থের নাম লেখাে । 

উত্তর : রামমােহন রায়ের লেখা দুটি গ্রন্থ হলাে — ‘তুহাফাৎ - উল -মুয়াহহিদিন’ ( ১৮০৩-০৪ ), ‘বেদান্তগ্রন্থ’( ১৯১৫ )। 


প্রশ্ন : রামমােহন রায় সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম লেখা । 

উত্তর : রামমেহান রায় দুটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেছিলেন সেগুলি হলাে — ( ১ ) সংবাদ কৌমুদি ( ১৮২১ ), ( ২ ) মিরত -উল - আখবর ( ১৮২২ ) । 


প্রশ্ন : দুজন সামসাময়িক ইউরােপীয় রাষ্ট্রচিন্তাকের নাম উল্লেখ করা যারা রামমােহন রায়কে প্রভাবিত করেছিলেন ?

উত্তর : রামমেহান রায় যাদের চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারা হলেন উইলিয়াম রসকো , জোরেমি বেন্থাম, রবার্ট ওয়েন প্রমুখ । 


প্রশ্ন : আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ? 

উত্তর : রাজা রামমােহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় । 


প্রশ্ন : কত সালে রামমােহন ‘আত্মীয় সভা’ নামে সংগঠন গড়ে তােলেন ? 

উত্তর : রামমােহন রায় ১৮১৫ সালে ‘আত্মীয় সভা’ নামে সংগঠন গড়ে তােলেন ।


প্রশ্ন : রামমােহন রায়কে কেন ভারতের ‘প্রথম আধুনিক মানুষ ’ বলা হয় ? 

উত্তর : রামমােহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় তার কারণগুলি হল - ( ১ ) তিনি প্রথম তার চিন্তার মধ্যে ভারতে ধর্ম, সমাজ সংস্কারকে গুরুত্ব প্রদান করেছিলেন , ( ২ ) স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছিলেন , ( ৩ ) আইনের শাসন প্রতিষ্ঠাকরতে চেয়েছিলেন । 


প্রশ্ন : রামমােহনের তৈরি ধর্মীয় মঞ্চটির নাম কি ? 

উত্তর : রামমােহনের তৈরি দর্মীয় মঞ্চটির নাম হল ব্রাহ্মসভা । 


প্রশ্ন : ‘ব্রাহ্মসভা’ স্থাপনের উদ্দেশ্যে কি ছিল ? 

উত্তর : রামমােহন রায়ের ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার এবং হিন্দু , মুসলিম , খ্রিস্টান প্রতিটা ধর্মের অন্ধবিশ্বাস দূর কর । 


প্রশ্ন : রামমােহন সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য কি যুক্তি প্রদর্শন করেছিলেন ? 

উত্তর : সংবাদপত্রে স্বাধীনতারক্ষার জন্য যেসব যুক্তিগুলি তিনি প্রদর্শন করেছিলেন সেগুলি হল — ( ১ ) জনগণের মতামত ও শাসকশ্রেণির মধ্যে সেতুবন্ধন তৈরি হবে এই সংবাদপত্রের মধ্যে দিয়ে, ( ২ ) জনগণ তাদের অসুবিধাগুলি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবে তাই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলেন । 


প্রশ্ন : ভারতে নীলচাষ সম্পর্কে রামমােহনের কী যুক্তি ছিল ? 

উত্তর : আগে চাষিরা জমিদারের জবরদস্তিতে বিনা মজুরিতে শ্রম দিতে বাধ্য হতাে, তারা নীলকরদের আওতায় কিছুটা স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ভােগ করছে , প্রত্যেকেই নীলকরদের কাছ থেকে বেতনলাভ করছে । অর্থাৎ রামমেহানের মতানুযায়ী নীলকরদের আমলে চাষিরা ভূমিদাস থেকে বেতনভুক শ্রমিকে পরিণত হয়েছে । যার মধ্যে দিয়ে ভারতে পুঁজিবাদের উত্তরণ ঘটেছে ।


প্রশ্ন : রামমােহনকে ‘রাজা’ উপাধি কেন দেওয়া হয়েছিল ? 

উত্তর : ১৮২৯ সালে মুঘল সম্রাটের বক্তব্য ব্রিটিশ রাজদরবারে পৌছে দেওয়ার জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন , সেজন্য রামমােহনকে রাজা উপাধি দেওয়া হয়েছিল । 


প্রশ্ন : কে রামােহনকে ‘The Universal Man' বলে উল্লেখ করেন ? 

উত্তর : আচার্য ব্রজেন্দ্রলাল শীল । 


প্রশ্ন : ভারতবর্ষে নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত কে ? 

উত্তর : ভারতবর্ষে নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত হলেন রাজা রামমােহন রায় ।



প্রশ্ন : রামোহনের মতে ব্রিটিশ শাসনের অন্যতম সুফল কি ? 

উত্তর : ব্রিটিশ শাসন বহুধাবিভক্ত ভারতবর্ষকে একই ধরনের রাজনৈতিক সূত্রে সংহত করেছে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন