জে.এস.মিল

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর জে এস মিল je s mil

প্রশ্ন : জে.এস.মিল কত শতাব্দীর মানুষ ? তিনি কি জন্য বিখ্যাত ? 

উত্তর : ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ জে.এস.মিল উনবিংশ শতকের মানুষ । তিনি একজন হিতবাদী এবং উদারনীতিবাদী দার্শনিক হিসাবে পরিচিত । 

প্রশ্ন : যেকোন দুইজন উপযােগিতাবাদী দার্শনিকের নাম লেখাে । 

উত্তর : দুইজন উপযােগিতাবাদী দার্শনিক হলেন – জন স্টুয়ার্ট মিল এবং জেরিমি বেন্থাম ।



প্রশ্ন : জে.এস.মিলের উদারনীতিবাদী রাষ্ট্রদর্শন কিসের ভিত্তিতে গড়ে উঠেছে ? 

উত্তর : জে.এস.মিলের রাষ্ট্রদর্শন গড়ে উঠেছে হিতবাদ বা সুখবাদের ভিত্তিতে । 

প্রশ্ন : জে.এস.মিলের দুটি রচিত গ্রন্থের নাম লেখাে । 

উত্তর : জে.এস.মিলের রচিত দুটি গ্রন্থের নাম – অন লিবার্টি ( 1859 ) এবং ইউটিলিটারিয়ানিজম ( 1863 ) ।



প্রশ্ন : কোন গ্রন্থে জে.এস.মিল গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ? 

উত্তর : উক্ত গ্রন্থটি হল –‘কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্ণমেন্ট’ । 


প্রশ্ন : মিল কোন ধরণের গণতন্ত্রকে শ্রেষ্ঠ মনে করেছেন ? 

উত্তর : মিল আদর্শগত দিক থেকে প্রতিনিধিমূলক গণতন্ত্রকে সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা বলেছেন । 


প্রশ্ন : মিল কি ধরণের ভােটাধিকারের কথা বলেছেন ? 

উত্তর : মিল প্রাপ্তবয়স্কদের ভােটাধিকারকে স্বীকৃতি জানিয়েছেন , এ ব্যাপারে তিনি নির্বাচকদের ওপর বৌদ্ধিক নিয়ন্ত্রণ আরােপ করার কথা বলেছেন । তাঁর মতে , সার্বজনীন ভােটাধিকারের আগে দরকার সার্বজনীন শিক্ষার । অযােগ্য ও অশিক্ষিত ব্যক্তিদের হাত থেকে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য মেধা ও সম্পত্তির নিরিখে একাধিক ভােটদানের নীতিকে সমর্থন করেছেন । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন