গণতন্ত্র এবং নেহেরু ও জয়প্রকাশ নারায়ণ

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গণতন্ত্র এবং নেহেরু ও জয়প্রকাশ নারায়ণ gonotontro abong nehru o joyprokash narayan


১। গণতন্ত্র বলতে কী বােঝ ? 

উত্তর : গণতন্ত্র বলতে কোনও জাতিরাষ্ট্রের এমন একটি শাসনব্যবস্থাকে বােঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভােটাধিকার থাকে । 

২। ‘গণতন্ত্র’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখ । 

উত্তর : ‘গণতন্ত্র’ পরিভাষাটি ইংরেজি ডেমােক্রেসি ( Democracy ) থেকে এসেছে । এর ইংরেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Demos’ ও ‘kratos ’ ( দেমাে ক্ৰাতিয়া ) শব্দ থেকে , যার অর্থ জনগণের শাসন । 


৩। ‘গণতন্ত্র’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এর বাংলা অর্থ কী ? 

উত্তর : ‘গণতন্ত্র’ শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে ।  এর বাংলা অর্থ জনগণের শাসন । 


৪। আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস কত খ্রিস্টাব্দে পালিত হয় ? বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম লেখ । 

উত্তর : আন্তর্জাতিক গণতান্ত্রিক ১৫ ই সেপ্টেম্বর পালিত হয় । বৃহত্তম গণতান্ত্রিক দিবস হল ভারত । 


৫। আধুনিক গণতন্ত্রের জনক কে , কোন দেশে প্রথম গণতন্ত্র সম্পর্কে ধারণা গড়ে ওঠে ? 

উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক হলেন — জন । প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্র সম্পর্কে ধারণা গড়ে ওঠে ।


৬। কোন শাসন ব্যবস্থায় এক নেতা একদল এক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয় ? 

উত্তর : একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক নেতা , এক দল , এক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয় । 


৭। অধ্যাপক বার্কার এর মতে , গণতন্ত্র কী ? 

উত্তর : অধ্যাপক বার্কার এর মতে , গণতন্ত্র হল ‘আলাপ আলােচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা ।’ 


৮। গণতন্ত্রের দুটি সীমাবদ্ধতা লেখ । 

উত্তর : গণতন্ত্রের দুটি সীমাবদ্ধতা হল— ( i ) অদক্ষদের শাসন , ( ii ) স্থায়িত্বের অভাব ।


৯। জয়প্রকাশ কবে সমাজতন্ত্রী দল গঠন করেন ? এর প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন ? । 

উত্তর : জয়প্রকাশ ১৯৪৮ সালে সমাজতন্ত্রী দল গঠন করেন । প্রথম সভাপতি হলেন নরেন্দ্রদেব ও সম্পাদক হলেন জয়প্রকাশ । 


১০। প্রধানত কার উদ্যোগে ‘প্রজা সমাজতন্ত্রী’ দল গঠিত হয়েছিল এবং দলটির লক্ষ্য কী ছিল ? 

উত্তর : প্রধানত জয়প্রকাশ নারায়ণ - এর উদ্যোগে সমাজতন্ত্রী দল ও কিষাণ মজদুর প্রজা পার্টি মিলে ‘প্রজা সমাজতন্ত্রী দল’ গঠিত হয়েছিল । 


১১। জয়প্রকাশ নারায়ণ কবে , কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তর : জয়প্রকাশ নারায়ণ ১৯০২ সালে ১১ ই অক্টোবর উত্তরপ্রদেশের সীমানা লগ্ন বিহারের এক গ্রামে কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন । 


১২। জয়প্রকাশ নারায়ণ সারা ভারতে কী নামে পরিচিত ? 

উত্তর : জয়প্রকাশ নারায়ণ সারা ভারতে ‘লােকনায়ক’ নামে পরিচিত । 


১৩। জয়প্রকাশ কত সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন ? 

উত্তর : জয়প্রকাশ নারায়ণ ১৯৩৪ সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন ।  


১৪। কত সালে , কার লেখা ‘Why Socialism ' প্রকাশিত হয় ? 

উত্তর : ১৯৩৬ সালে জয়প্রকাশের লেখা ‘Why Socialism’ প্রকাশিত হয় । 


১৫। জয়প্রকাশের লেখা দুটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : জয়প্রকাশের লেখা দুটি গ্রন্থের নাম হল— 

( i ) ‘Why Socialism’ ( 1936 ),

( ii ) ‘My Picture of Socialism’ ( 1946 ) 


১৬। জয়প্রকাশের ভাষায় মাকর্সবাদ কী নামে পরিচিত ? 

উত্তর : জয়প্রকাশের ভাষায় মার্কসবাদ ‘Science of Society’ নামে পরিচিত ।


১৭। মার্কসবাদ সম্পর্কে জয়প্রকাশের দৃষ্টিকোণের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখ  ।  

উত্তর : মার্কসবাদ সম্পর্কে জয়প্রকাশের দৃষ্টিকোণের দুটি প্রধান বৈশিষ্ট্য হল — 

( i ) সকল রকম শােষণের অবমান এবং সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ মার্কসবাদে বর্তমান ।  

( ii ) মার্কসবাদ বৈজ্ঞানিক সত্যের উপর প্রতিষ্ঠিত তার ভাষায় মার্কসবাদ  ‘Science of Society' অর্থাৎ সমাজের বিজ্ঞান । 

১৮। ‘My Picture is Socialism’ গ্রন্থটি কার লেখা ? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ? 

উত্তর : ‘My Picture is Socialism’ গ্রন্থটি জয়প্রকাশ নারায়ণ - এর লেখা ।  গ্রন্থটি ১৯৪৬ সালে প্রকাশিত হয় । 


১৯। জয়প্রকাশ নারায়ণ কি কি সম্মাননা ভূষিত হয়েছিলেন ? কত খ্রিঃ তিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ? 

উত্তর : জয়প্রকাশ নারায়ণ ১৯৯৯ সালে ভারতরত্ন পেয়েছিলেন মরণােত্তর । ১৯৬৫ খ্রিস্টাব্দে পাবলিক সার্ভিস এর জন্য ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ।


২০। ভারত ছাড়াে আন্দোলনের হিরাে নামে কে পরিচিত ছিলেন ? 

উত্তর : ভারত ছাড়াে আন্দোলনের হিরাে নামে পরিচিতি ছিলেন জয়প্রকাশ নারায়ণ ।  

২১। কত খ্রিস্টাব্দে পিপলস সােস্যালিস্ট পার্টি গঠন করেন ? 

উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে পিপলস সােস্যালিস্ট পার্টি গঠন করেন । 


২২। কেন্দ্রে প্রথম অকংগ্রেস সরকার কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল ? 

উত্তর : কেন্দ্রে প্রথম অকংগ্রেস সরকার জয়প্রকাশ নারায়ণ - এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল । 


২৩। গণতন্ত্রের দুটি সুবিধা লেখ । 

উত্তর : গণতন্ত্রের দুটি সুবিধা হল ( i ) দেশপ্রেম জাগরিত করা ও ( ii ) দায়িত্বশীলতা । 


২৪। জওহরলাল নেহেরুর জন্ম মৃত্যু সাল লেখ ? 

উত্তর : জওহরলাল নেহেরুর জন্ম ১৪ ই নভেম্বর ১৮৮৯ এবং মৃত্যু ২৭ মে ১৯৬৪ ।  


২৫। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ? কত খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন ? 

উত্তর : স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম পণ্ডিত জওহরলাল নেহেরু । তিনি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ( ১৯৬৪ খ্রিস্টাব্দ ) ওই পদে আসীন ছিলেন ।


২৬। কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহাের অধিবেশনে দলের সভাপতি নির্বাচিত হন ? 

উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহাের অধিবেশনে দলের সভাপতি নির্বাচিত হন ।


২৭। জওহরলাল নেহেরুর দুটি উক্তি উল্লেখ করাে । 

উত্তর : ( ১ ) সংস্কৃতি মন এবং আত্মাকে প্রশস্ত করে । ( ২ ) জীবন হল কার্ড খেলার মতাে । যেখানে হাত আপনাকে নিয়ন্ত্রণ করে কীভাবে আপনি জীবনে এগিয়ে যাবেন , পরিস্থিতির সঙ্গে মােকাবিলা করবেন । ( ৩ ) মানুষের জীবনে ব্যর্থতা তখনই আসে , যখন মানুষ আদর্শ , উদ্দেশ্য ও নীতিগুলি ভুলে যায় । 



২৮। নেহেরুর আত্মজীবনীর নাম কি ? 

উত্তর : নেহেরুর আত্মজীবনীর নাম ‘an Autobiography’ । 


২৯। ‘Discovery of India’ গ্রন্থটি কার রচনা ? 

উত্তর : ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’গ্রন্থটি জওহরলাল নেহেরুর রচনা । 



৩০। পণ্ডিত নেহেরু কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পান ? 

উত্তর : পণ্ডিত নেহেরুর ১৯৫৫ খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধি পান । 


৩১। নেহেরু প্রকাশিত সংবাদপত্রটির নাম কি ? 

উত্তর : নেহেরু প্রকাশিত সংবাদপত্রটির নাম হল ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা ( National Herald ) ।




৩২। নেহেরু কতবার নােবেল শান্তি পুরস্কারের জন্য মনােনীত হয়েছিলেন ? 

উত্তর : নেহেরু এগারাে বার নােবেল শান্তি পুরস্কারের জন্য মনােনীত হয়েছিলেন । 



৩৩। নেহেরু রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ । 

উত্তর : নেহেরু রচিত কয়েকটি গ্রন্থের নাম — 

১. একটি আত্ম জীবনী ( an autobiography ) 

২. Discovery of India . 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন