গান্ধীজি

Clg political Science questions answers কলেজ রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গান্ধীজি gandhiji

প্রশ্ন: গান্ধীজির পুরাে নাম কি ? তার জন্ম কত সালে হয়েছিল ? 

উত্তর : মােহনদাস করমচাদ গান্ধী । গান্ধীজির জন্ম ১৮৬৯ সালে । 

প্রশ্ন : গান্ধীজি কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করেন ? 

উত্তর : গান্ধীজি পশ্চিম ভারতের গুজরাটের পােরবন্দরে জন্মগ্রহণ করেন । ১৮৬৯ সালের ২ অক্টোবর । 

প্রশ্ন : গান্ধীজির চিন্তাকে প্রভাবিত করেছিলেন এমন দুজন ইউরােপীয় দার্শনিকের নাম লেখ এবং গ্রন্থগুলির নামও উল্লেখ কর ।  

উত্তর : গান্ধীজির চিন্তাকে প্রভাবিত করেছিলেন এমন দুজন ইউরােপীয় দার্শনিক হলেন — ( ক ) টলস্টয় ও ( খ ) রাস্কিন । লিও টলস্টরে ‘The Kingdom of God is within You’ ও ‘The slavery of our times' নামক গ্রন্থদয় এবং জন রাস্কিনের ‘Unto this last’ । 


প্রশ্ন : কোথায় ও কীভাবে গান্ধী তার সত্যাগ্রহ নিয়ে প্রথম পরীক্ষা - নিরীক্ষা করেন ? 

উত্তর : দক্ষিণ আফ্রিকায় ১৯০৭ সালে গান্ধীজি সত্যাগ্রহ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন । গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ শুরু করার কারণ হল দক্ষিন আফ্রিকার ট্রান্সভালে সরকার সেখানে বসবাসকারী ভারতীয়দের নাম নথিভুক্ত করতে বাধ্য করার জন্য ১৯০৬ সালে ‘এশিয়াটিকস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ পাশ করলে গান্ধীজি ওই অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং প্রতিকারার্থে ইংল্যন্ডে ডেপুটেশন - এ যান । কিন্তু ওই ডেপুটেশন ব্যর্থ হলে হতাশ না হয়ে গান্ধী দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বসবাসকারী ভারতীয়দের ফিনিকস্ নামক জায়গায় সংগঠিত করে তাদের নিয়ে এক সমবায়িক আন্দোলন গড়ে তােলেন এবং নিজ অনুগামীদের নিয়ে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে ১৯০৭ সালে প্রথম সত্যাগ্রহের সূত্রপাত করেন এবং এইভাবেই তিনি সত্যাগ্রহ নিয়ে পরীক্ষা - নিরীক্ষা করেন ।


প্রশ্ন : গান্ধীর সত্যাগ্রহের বিভিন্ন রূপ উল্লেখ কর । 

উত্তর : গান্ধী সত্যাগ্রহের পাঁচটি রূপ প্রদর্শন করেছেন । গান্ধীর সত্যাগ্রহের রূপগুলি হল - ( ক ) অসহযােগ আন্দোলন , ( খ ) আইন - অমান্য আন্দোলন ( গ ) হিংসাকে উপেক্ষা বা অগ্রাহ্য করা , ( ঘ ) স্ব-আরােপিত নিগ্রহ এবং ( ঙ ) অনশন বা উপবাস । 

প্রশ্ন : গান্ধী সম্পাদিত দুটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখাে । 

উত্তর : গান্ধী সম্পাদিত দুটি সাপ্তাহিক পত্রিকা হল- ( ক ) হরিজন এবং ( খ ) ইয়ং ইন্ডিয়া ।



প্রশ্ন : গান্ধীজির অছি সংক্রান্ত ধারণাকে কে সমালােচনা করেছেন ? 

উত্তর : গান্ধীজির অছি সংক্রান্ত ধারণাকে পণ্ডিত জওহরলাল নেহেরু তার ‘আত্মজীবনী’ ( Autobiography ) তে অছি ব্যবস্থার বিরূপ সমালােচনা করেছেন । 

প্রশ্ন : গান্ধীজির আত্মজীবনীকে কী নামে অভিহিত করা হয় ? 

উত্তর : গান্ধীজির আত্মজীবনীকে অভিহিত করা হয় ‘An Autobiography of the Story of My Experiments with truth'।  


প্রশ্ন : গান্ধীজি ‘অছি ’ শব্দটির প্রথম প্রয়োেগ কোথায় করেন ? 

উত্তর : তার প্রিয় বন্ধু পােলককে লেখা এক পত্রে গান্ধীজি প্রথম ‘অছি’ শব্দটি প্রয়ােগ করেন ।



প্রশ্ন : ‘সেই সরকারই শ্রেষ্ঠ সরকার যে কম শাসন করে’ – এটি কার উক্তি ? 

উত্তর : এই উক্তিটি মহাত্মা গান্ধীর । 

প্রশ্ন : গান্ধীর আইন অমান্যের দুটি পদ্ধতি উল্লেখ কর । 

উত্তর : গান্ধীর আইন অমান্যের দুটি পদ্ধতি হল ( ১ ) অহিংস , ( ২ ) বয়কট । 


প্রশ্ন : গান্ধীবাদের উৎসগুলি তুলে ধর । 

উত্তর : গান্ধীবাদের উৎসগুলি হল ( ক ) বেদ , উপনিষদ তথা ভারতীয় দর্শন । ( ২ ) ইউরােপীয় মতাদর্শ ( রাস্কিন , থেরাে , টলস্টয় — এদের মতবাদ ) । 

প্রশ্ন : গান্ধী চিন্তাকে আমরা কিভাবে জাতীয়তাবাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলতে পারি ? 

উত্তর : ( ১ ) স্মৃতি, ( ২ ) সত্ত্বা, ( ৩ ) ভবিষ্যৎ । 

প্রশ্ন : সত্যাগ্রহের দুটি কৌশল তুলে ধর । 

উত্তর : সত্যাগ্রহের দুটি কৌশল হল ( ১ ) অসহযােগ , ( ২ ) আইন অমান্য । 

প্রশ্ন : অছিতত্ত্বের দুটি সূত্র তুলে ধর । 

উত্তর : অছি তত্ত্বের দুটি সূত্র হল – ( ১ ) ধনতান্ত্রিক ব্যবস্থাকে সাম্যবাদে রূপান্তর । ( ২ ) সমাজ অনুমােদিত সামাজিক কল্যাণে ব্যক্তিগত মালিকানাকে অস্বীকৃতি ।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন